ভোলা
ভোলায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিএনপির কোরআন খতম ও দোয়া
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য মৃত্যুর খবরে তাঁর আত্মার মাগফিরাত কামনায় ভোলায় কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রায় স্থানীয় ২০ জন কোরআনে হাফেজদের অংশগ্রহণে শহরের মহাজনপট্টিতে অবস্থিত জেলা বিএনপি কার্যালয়ে কোরআন খতম করা হয়। পরে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ভোলা জেলা বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
কোরআন তেলাওয়াতকারী মাদরাসা ছাত্র হাফেজ মো. হোসাইন আব্দুর রহিম বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমরা কোরআন খতম করেছি এবং তার জন্য আল্লাহর দরবারে দোয়া করেছি আল্লাহ যেন তাঁকে জান্নাতের উচ্চস্থান দান করেন।
শোক প্রকাশ করে ভোলা জেলা বিএনপি আহ্বায়ক ও ভোলা-১ আসনের বিএনপির প্রার্থী গোলাম নবী আলমগীর বলেন, ‘আমাদের সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া। মৃত্যুর আগ পর্যন্ত তিনি দেশ ও দেশের মানুষকে নিঃস্বার্থভাবে ভালোবেসে গেছেন। কোরআনে হাফেজদের নিয়ে তার জন্য আজকে কোরআন খতম ও দোয়ার আয়োজন করেছি। আগামী ৭ দিনের জন্য কেন্দ্র থেকে যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে, তা যথাযথভাবে পালিত হবে।’
এ সময় ভোলা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম কায়েদ, সদর উপজেলার বিএনপির সদস্যসচিব হেলাল উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মাসুদ, সদস্যসচিব মুনতাসীর আলম রবিন চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।


