বরিশাল
তারেক রহমানের আগমনে উজ্জীবিত বরিশালের বিএনপি নেতা- কর্মী
জাতীয়তাবাদী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আগমনের পর বরিশাল মহানগর ও জেলার বিএনপি নেতাকর্মীদের মধ্যে নতুন করে উদ্দীপনা ও কর্মচাঞ্চল্য দেখা দিয়েছে। চলতি মাসের ২৫ ডিসেম্বর তারেক রহমান দেশে ফেরেন। দেশে ফেরার পর ঢাকার ৩০০ ফিট এলাকায় অনুষ্ঠিত এক জনসভায় তিনি যে বক্তব্য রাখেন, তা বরিশালসহ সারাদেশের নেতাকর্মীদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে বলে দলীয় সূত্রে জানা গেছে। তারেক রহমানের আগমনের পর থেকেই বরিশাল নগরী ও জেলার বিভিন্ন উপজেলায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের তৎপরতা বেড়েছে। দলীয় কার্যালয়গুলোতে নিয়মিত আলোচনা সভা, মতবিনিময় ও সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
নেতাকর্মীরা বলছেন, দীর্ঘদিন পর দলের শীর্ষ নেতৃত্বের সরাসরি উপস্থিতি আন্দোলন-সংগ্রামে নতুন প্রাণ ফিরিয়ে এনেছে।
এ প্রসঙ্গে বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক বলেন, “তারেক রহমানের দেশে ফেরা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা। ঢাকার ৩০০ ফিটের জনসভায় তিনি যে একটি সুন্দর, গণতান্ত্রিক ও জনগণের রাষ্ট্র গড়ার কথা বলেছেন, তা নেতাকর্মীদের মধ্যে নতুন আত্মবিশ্বাস সৃষ্টি করেছে।’
তিনি আরও বলেন, দলের প্রতিটি ইউনিট এখন আগের চেয়ে বেশি ঐক্যবদ্ধভাবে কাজ করছে।’
বরিশাল জেলা বিএনপি দক্ষিণের সদস্য সচিব অ্যাড. আবুল কালাম শাহীন বলেন, “২৫ ডিসেম্বর তারেক রহমানের দেশে আগমন বিএনপির রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। তার সরাসরি উপস্থিতি আমাদের সামনের নির্বাচন আরও শক্তিশালী করবে।”
তিনি বলেন, ঢাকার ৩০০ ফিটের জনসভায় তারেক রহমান যে দিকনির্দেশনা দিয়েছেন, তা নেতাকর্মীদের মধ্যে ভবিষ্যৎ রাজনীতি নিয়ে স্পষ্ট ধারণা তৈরি করেছে।
আবুল কালাম শাহীন আরও বলেন, “তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে বরিশালের নেতাকর্মীরা দৃঢ় প্রতিজ্ঞ। এই ৩১ দফা একটি সুন্দর, গণতান্ত্রিক ও জনগণের কল্যাণভিত্তিক রাষ্ট্র গঠনের রূপরেখা। তার আগমনের পর এসব দফা বাস্তবায়নে মাঠপর্যায়ে কাজ আরও জোরদার করা হবে।”
বরিশাল জেলা ও মহানগরের একাধিক দলীয় নেতারা জানান, তারেক রহমান তার বক্তব্যে ভোটাধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্র পুনরুদ্ধার ও রাষ্ট্র পরিচালনায় জবাবদিহিতার ওপর গুরুত্ব আরোপ করেছেন। এসব বিষয় সাধারণ নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরাও তার আগমনে উজ্জীবিত।
তারা মনে করছেন, তারেক রহমানের নেতৃত্ব তরুণ প্রজন্মকে রাজনীতিতে আরও সক্রিয় করবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তারেক রহমানের এই আগমন বিএনপির সাংগঠনিক শক্তি পুনরুদ্ধারে বড় ভূমিকা রাখবে। বরিশালসহ দক্ষিণাঞ্চলে এর প্রভাব আগামী জাতীয় নির্বাচনে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে তারা মনে করছেন।
তৃণমূলের নেতা-কর্মীরা আশাবাদ ব্যক্ত করে বলেন, তারেক রহমানের আগমনে তার প্রণীত ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার আগামী জাতীয় নির্বাচনে বিএনপির জন্য একটি বড় ভূমিকা রাখবে এবং দেশের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩১ দফা বাস্তবায়ন করতে বিএনপির প্রতি আস্থা রাখবে বলে তারা আশাবাদী।



