বরিশাল
চোরের উপদ্রপে নাকাল বরিশালবাসী, সাংবাদিক আরিফুরের বাসায় দুর্ধর্ষ চুরি
নিজস্ব প্রতিবেদক : চোরের উপদ্রপে নাকাল বরিশাল নগরবাসী। চোরের হামলা থেকে বাদ যাচ্ছে কোন পেশাজীবী মানুষই। সোমবার (২২ ডিসেম্বর) দিবাগত রাতে বরিশালের সাংবাদিক আরিফুর রহমানের বাসায়ও চুরি সংঘঠিত হয়েছে।
গত দুই মাসে নগরীর বিভিন্ন এলাকায় কমপক্ষে শতাধিক চুরির ঘটনার খবর পাওয়া গেছে। বলতে গেলে পুলিশ তেমন কোন ঘটনাই উদঘাটন করতে পারেনি। আটক হচ্ছেনা কোন চোরই।
জানা গেছে, বরিশাল নগরীর আলেকান্দা কাজিপাড়া এলাকার বাসিন্দা যায়যায়দিন পত্রিকার বরিশাল ব্যুরো প্রধান আরিফুর রহমানে নির্মানাধীন ভবনে সোমবার রাতের কোন এক সময় চোর ঢুকে বাথরুমের মালামাল নিয়ে যাওয়াসহ অন্যান্য মালামাল নষ্ট করে যায়।
সাংবাদিক আরিফুর রহমান জানান, ভবনের নিচের গেট তালাবদ্ধ থাকলেও পাশের ভবন ব্যবহার করে চোর ছাদের উপর হয়ে নিচে প্রবেশ করে। মেশিনের ব্যবহার করে চোর নির্মানাধীন ভবনের বাথরুমের পাইপ ও ফিটিংস কাটার চেষ্টা করে। শব্দ শুনে ঘরের লোকজন বের হলে চোর পালিয়ে যায়। তবে ওই সময়ের মধ্যে চোর কিছু ফিটিংস নিয়ে যাওয়াসহ বেশ কিছু স্যানিটারি পাইপের ক্ষতিসাধন করে যায়। যা দেখে উদ্দেশ্যমুলক বলেও মনে হচ্ছে।
বিষয়টি বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে বলে সাংবাদিক আরিফুর রহমান জানান।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন উল- ইসলাম জানান, এ ঘটনায় তারা একটি অভিযোগ পেয়েছেন। ঘটনার সাথে জড়িতদের আটকে সর্বচ্চ চেষ্টা করা হচ্ছে বলে তিনি জানান।
এদিকে খোঁজ নিয়ে জানা গেছে- গত দুই মাসে বরিশাল নগরীর ও আশপাশ এলাকায় কমপক্ষে প্রায় শতাধীক চুরির ঘটনা ঘটেছে। এমনকি দিনের আলোতে দোকানের তালা খুলে ট্রাক ভর্তি করে মালামাল নিয়ে যাওয়ার মত ঘটনাও ঘটেছে। আর রাতের আধারে বাসা-বাড়িতে চুরিতো সাধারণ ব্যাপার হয়ে দারিয়েছে। আর এসব চুরির অধিকাংশ ঘটনার সাথে জড়িতদের আটকে কোন সফলতা নেই মেট্রোপলিটন পুলিশের। চোর আটকে পুলিশের নিরবতার কারনেই দিন দিন চুরির ঘটনা মহামারিতে রূপান্তর হচ্ছে বলে মনে করছেন নগরবাসী।
মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলাম বলেন, অধিকাংশ চুরির ঘটনায় কোন মামলা হয়না বিধায় তদন্তরও তেমন অগ্রগতি হয়না।



