ঝালকাঠি
ঝালকাঠিতে অবৈধ ইটভাটার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা
ঝালকাঠির নলছিটিতে বিশেষ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। অবৈধভাবে গড়ে ওঠা এসআরবি নামের একটি ইটভাটায় অভিযান চালিয়ে মালিক আফজাল মৃধাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার অনুরাগ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন নলছিটির সহকারী কমিশনার (ভূমি) রিজভী আহমেদ সবুজ এবং ঝালকাঠি পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আঞ্জুমান নেছা।
এ সময় ফায়ার সার্ভিসের সহায়তায় পানি দিয়ে জ্বলন্ত ভাটার আগুন নিভিয়ে দেয়া হয়। পরিবেশ রক্ষায় প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে এলাকাবাসী।



