বরিশাল
হাদীর হত্যাকারীদের ফাঁসির দাবিতে বানারীপাড়ায় ইশা ছাত্র আন্দোলনের বিক্ষোভ
জুলাই আন্দোলনের প্রতিবাদী কন্ঠস্বর, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদীকে হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে বরিশালের বানারীপাড়ায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) আছর বাদ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বানারীপাড়া থানা শাখার সভাপতি এম আতিকুল ইসলাম ওসমানী ও সাধারণ সম্পাদক মুহাম্মদ গোলাম রাব্বির নেতৃত্বে বানারীপাড়া ফেরিঘাট থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে তার রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার অর্থ সম্পাদক মুহাম্মদ নেয়ামত উল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ বানারীপাড়া উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সোহেল মাহমুদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার শূরা সদস্য মোহাম্মদ মহিম সহ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের বানারীপাড়া উপজেলা শাখার দায়িত্বশীল, সদস্য, সমর্থক এবং সাধারণ ছাত্র সমাজ।
বিক্ষোভ মিছিল শেষে ইসলামী ছাত্র আন্দোলন বানারীপাড়া পশ্চিম শাখার সাবেক সভাপতি মোঃ নাইমুল ইসলামের দোয়া-মোনাজাত পরিচালনা করেন।



