বরিশাল
বরিশালে চাঁদা না পেয়ে যুবককে মারধর করে টাকা ও স্বর্ণালঙ্কার ছিনতাই
নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীতে দাবিকৃত চাঁদা না দেওয়ায় রেদোয়ান উল্লাহ অভি নামের এক যুবককে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় একদল সন্ত্রাসীর বিরুদ্ধে। এ সময় ওই যুবক ও তার বান্ধবীর কাছ থেকে নগদ ৮০ হাজার টাকা ও তিন ভরি স্বর্ণালঙ্কারসহ বেশ কিছু মালামাল ছিনিয়ে নিয়ে গেছে তারা।
সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে নগরীর ২১ নং ওয়ার্ডস্থ গোরস্থান রোডে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার বরিশাল মেট্রোপলিটন মডেল থানায় একটি লিখিতি অভিযোগ দিয়েছেন ভূক্তভোগী অভি।
অভিযুক্তরা হলেন, একই এলাকার এইচ এম সজিব ওরফে দা সজিব, তানজিম আহমেহ আরিফসহ অজ্ঞাত ৩০/৪০ জন।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুর দেড়টার দিকে রেদোয়ান উল্লাহ অভি ও তার বান্ধবী রিমি ইসলাম রিক্সাযোগে বাসার সামনে এসে নামলে সজিব ওরফে দা সজিব ও তানজিম আহমেহ আরিফসহ অজ্ঞাত ৩০/৪০ জনের একদল সন্ত্রাসী তাদের উপর হামলা চালায়। এ সময় অভিযুক্তদের হাতে দেশীয় অস্ত্র দা দিয়ে অভির দুই হাতে আঘাত করে রক্তাক্ত জখম করা হয়। তখন তার বান্ধবীর শ্লীলতাহানি করে সন্ত্রাসীরা। এসময় অভির সাথে থাকা নগদ ৮০ হাজার টাকা, তার গলায় থাকা দুই ভরি ও বান্ধবীর গলায় থাকা এক ভরি মোট ৩ ভরি ওজনের দুটি স্বর্ণের চেইন ও একটি অ্যাপেল ঘড়ি এবং মানিব্যাগে টাকা প্রয়োজনীয় কাগজপত্র ছিনিয়ে নিয়ে যায় সন্ত্রাসীরা।
পরবর্তীতে অভির ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে তাকে ঘটনাস্থলে ফেলে রেখে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় অভিকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ভূক্তভোগী অভি বলেন, কিছুদিন আগে সজিব ওরফে দা সজিব ওই এলাকায় থাকতে হলে আমার কাছে দুই লক্ষ টাকা দাবি করেন। দাবিকৃত চাঁদা না দেওয়ায় সন্ত্রাসীরা আমাকে মারধর করেছে। আমার কাছে থাকা নগদ ৮০ হাজার টাকা, আমার গলায় থাকা দুই ভরি ও বান্ধবীর গলায় থাকা এক ভরি মোট ৩ ভরি ওজনের দুটি স্বর্ণের চেইন ও একটি অ্যাপেল ঘড়ি এবং মানিব্যাগে টাকা প্রয়োজনীয় কাগজপত্র ছিনিয়ে নিয়ে যায় সন্ত্রাসীরা।
বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আল মামুন-উল ইসলাম বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’



