বরিশাল
বানারীপাড়ায় আড়াই কেজির ইলিশ সাড়ে ১৪ হাজারে বিক্রি!
বরিশালের সন্ধ্যা নদীতে জেলের জালে পাওয়া দুই কেজি ৬শত গ্রামের একটি ইলিশ মাছ ১৪ হাজার তিনশত টাকায় বিক্রি হয়েছে।
জানা গেছে, বুধবার (৩ ডিসেম্বর) সকালে উপজেলার চাখার ইউনিয়নের চালিতাবাড়ি গ্রাম সংলগ্ন সন্ধ্যা নদীতে রুমেন নামের এক জেলের জালে বৃহৎ আকারের একটি রূপালী ইলিশ ধরা পড়ে। ওই জেলে বেলা সাড়ে ১১টার দিকে মাছটি বিক্রির জন্য বানারীপাড়া পৌর শহরের বন্দর বাজারে সত্যরঞ্জনের মৎস্য আড়তে নিয়ে যান। সেখানে ২ কেজি ৬০০ গ্রাম ওজনের ইলিশ মাছটি ডাকে ২ লাখ ২০ হাজার টাকা মণে, ৫ হাজার ৫শত টাকা কেজি দরে মোট ১৪ হাজার তিনশত টাকায় পাইকারী বিক্রেতা বিকাশ কিনে নেন। এ সময় মাছটি দেখতে বাজারে উৎসুক লোকজনের ভিড় পড়ে যায়।
আনন্দে আবেগাপ্লুত জেলে রুমেন বৃহৎ আকারের ইলিশ পেয়ে এবং বেশী দামে মাছটি বিক্রি করতে পেরে দারুন খুশি বলে জানান।



