ঝালকাঠি
ঝালকাঠিতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা কাছেম আলী খানের দাফন সম্পন্ন
ঝালকাঠি সদর উপজেলার ১০নং নথুল্লাবাদ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের রজ্জব আলী খানের ছেলে, বীর মুক্তিযোদ্ধা কাছেম আলী খানের দাফন মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে নিজ বাড়ির আঙ্গিনায় (উঠানে) পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে।
ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন এবং সদর থানার অপারেশন ওসি আল আমিন রাষ্ট্রের পক্ষে উপস্থিত থেকে রাষ্ট্রীয় মর্যাদার সকল আনুষ্ঠানিকতা পালন করেন। দাফনের সময় স্থানীয় প্রশাসন, পরিবারবর্গ ও এলাকার মানুষরা শ্রদ্ধা জানান।
এসময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের মরদেহ পুষ্পমাল্য অর্পণ করা হয়। ঝালকাঠি জেলা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অফ অনার দেয়। বিউগলে করুণ সুর বাজানো হয়। এক মিনিট নীরবতা পালন শেষে একই স্থানে জানান শেষে নিজ কবরস্থানে দাফন করা হয়।
বীর মুক্তিযোদ্ধা কাছেম আলী খান বাড়ৈয়ারা তার নিজ বাসভবনে মঙ্গলবার সকাল ১১টার দিকে মৃত্যু বরণ করেন। তারা মৃত্যু কালে বয়স হয়েছিল ৮০ বছর। মরহুম কাছেম আলী খানের তিন ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রয়েছেন।



