উজিরপুর
উজিরপুরে নদী গর্ভে বিলীন সড়ক, ৩ জেলার যোগাযোগ বিচ্ছিন্ন
বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলায় ইউনিয়নে রাজাপুর গ্রামে ৩ জেলার লক্ষ লক্ষ মানুষের চলাচলের একমাত্র সড়ক নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এতে করে একদিকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। অপরদিকে কৃষক ও মৎস্য চাষিরা হতাশ হয়ে পড়েছে। দূর্ভোগ রক্ষায় প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছে মানুষ।
সরেজমিনে গিয়ে দেখা যায়- উজিরপুর উপজেলার হারতা টু সাতলা রাস্তার রাজাপুর এলাকায় কচা নদীর ভাঙনের কবলে সড়কটি হঠাৎ বিলীন হয়ে গেছে। এই পিচঢালা সড়কটি দিয়ে বরিশাল জেলার উজিরপুর উপজেলা, গোপালগঞ্জে জেলার কোটালিপাড়া উপজেলা ও খুলনা জেলার লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করে। এছাড়া কৃষক ও মৎস্য চাষিরা দুশ্চিন্তায়, সম্পূর্ণ রাস্তাটি বিলীন হয়ে গেলে শত কোটি টাকার মাছ ও ধানের ক্ষতি হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে- ওই রাস্তার আওতায় রয়েছে স্কুল, মাদ্রাসা,বাজার,সাতলা ও হারতা ইউনিয়নের শত কোটি টাকার মৎস্য ঘের ও ধান চাষের জমি। স্থানীয়রা আরো বলেন নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন ও স্রতের কারনেই রাস্তা ভাঙনের কবলে পড়ে মানুষকে চরম ভোগান্তির শিকার হতে হয়।
এ ব্যপারে সাতলা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মেজবাহ উদ্দিন জানান- ৩ জেলার লক্ষ লক্ষ মানুষ এ রাস্তা দিয়ে চলাফেরা করে থাকে। এছাড়াও কোটি কোটি টাকার মৎস্য চাষ করেছে ব্যবসায়ীরা। সম্পূর্ণ রাস্তাটি নদীর ভাঙনে বিলীন হলে আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হবে ব্যবসায়ী ও কৃষকরা। বিষয়টি পানি উন্নয়ন বোর্ডের কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
উজিরপুর উপজেলা প্রকৌশলী সুব্রত রায় জানান- বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে।
উজিরপুর নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা জানান- বিষয়টি তাৎক্ষণিক উপজেলা প্রকৌশলীকে অবহিত করা হয়েছে।
এদিকে এ মরণফাঁদ থেকে রক্ষা পেতে অচিরেই রাস্তাটি সংস্কারের দাবি জানিয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন সাতলাবাসী।



