বরিশাল
দপদপিয়ায় পুলিশের তৎপরতায় চো’রাই মালসহ বাবু-রায়হান আটক
নিজস্ব প্রতিবেদক : ঝালকাঠির নলছিটি উপজেলায় থানা পুলিশের তৎপরতায় অভিযান চালিয়ে চোরাই মালামালসহ দুই সহোদরকে আটক করেছে পুলিশ।
শনিবার (২২ নভেম্বর) দিবগত রাতে উপজেলার দপদপিয়ায় ফেরিঘাট সংলগ্ন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃত বাবু ও রায়হান ৯নং দপদপিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা মো: সোলেমানের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে নলছিটি থানার ওসি আব্দুস সালাম জানান, অভিযোগের ভিত্তিতে এস আই মিজান এর নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। পরবর্তীতে তাদের কাছ থেকে চোরাই মালামাল উদ্ধার করা হয়।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, চোরাই মালামাল উদ্ধারের ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি দেখা গেছে। তারা বলছেন, সাম্প্রতিক সময়ের ছোটখাটো চুরির ঘটনার কারণে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছিল। অভিযানের ফলে চক্রটি চিহ্নিত হওয়ার সম্ভাবনা রয়েছে।



