বরিশাল সদর
নগরীর কাউনিয়ায় শিল্প মালিক সমিতির উদ্যোগে ত্রান বিতরন
নিজস্ব প্রতিবেদক।। বরিশাল নগরীর কাউনিয়া বিসিক শিল্প মালিক সমিতির উদ্যোগে ত্রান বিতরন করা হয়েছে। আজ ২৩ মে সকাল ১১:০০ টায় বরিশাল বিসিক শিল্পনগরীতে জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান বিসিক শিল্প মালিক সমিতির উদ্যোগে কাউনিয়া এলাকার এক সহস্রাধিক মানুষের মধ্যে ত্রাণ ও ঈদসামগ্রী বিতরণ করেছেন। এ সময় উপস্থিত ছিলেন ফরচুন সুজ লিমিটেডের চেয়ারম্যান মিজানুর রহমান, কাউনিয়া থানার অফিসার ইনচার্জ আজিমুল করিম, বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি আফজালুল করিম, সিনিয়র সহ-সভাপতি বিসিক শিল্প মালিক সমিতি বরিশালসহ সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গ। বিসিক শিল্প মালিক সমিতির এ উদ্যোগকে স্বাগত জানিয়ে জেলা প্রশাসক বলেন, করোনা ভাইরাসের কারণে লকডাউনের ফলে অনেকেই কর্মহীন হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে পবিত্র ঈদ-উল-ফিতরের পূর্বে কাউনিয়া এলাকার স্বল্প ও নিম্ন আয়ের মানুষের জন্য এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এভাবে সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিরা এগিয়ে আসবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। উল্লেখ্য, আজকের এ অনুষ্ঠানে চাল, ডাল, তেল, আলু, সেমাই, চিনি প্রভৃতি খাদ্য ও ঈদসামগ্রী কাউনিয়া এলাকার নিম্ন ও স্বল্প আয়ের মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।