দুমকী
পাওনা টাকার জেরে কৃষকের গরু নিয়ে গেলেন জামায়াত নেতা!
পটুয়াখালীর দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নে পাওনা টাকা আদায়ে এক কৃষকের গরু জোর করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে একই ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে। শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যায় দক্ষিণ মুরাদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের অভিযোগ, গ্রামের কৃষক আব্দুল বারেক মজুমদারের গোয়ালঘরে ঢুকে দুটি গাভী বাইরে এনে নিজেদের দখলে নেন মুরাদিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামের সাধারণ সম্পাদক জলিল প্যাদা। ঘটনাটি ঘটার পর অসহায় বারেক বিষয়টি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাফিজুর রহমান ফোরকানকে অবহিত করেন। এ অভিযোগের প্রেক্ষিতে রাতে পঞ্চায়েত বাজার এলাকায় চেয়ারম্যান ফোরকান ও সাবেক ইউপি সদস্য রেজার উপস্থিতিতে এক বৈঠক বসে। বৈঠকে অভিযুক্ত জলিল প্যাদা দাবি করেন—বারেকের ছেলে ঢাকায় থাকা আমিনুলের কাছে তাঁর ভাইয়ের টাকা পাওনা রয়েছে। সেই পাওনা আদায় করতেই বারেকের গাভী দুটো নিয়ে আসা হয়েছে। তিনি আরও জানান, এ বিষয়ে আদালতে একটি মামলা চলমান রয়েছে।
অন্যদিকে কৃষক বারেক মজুমদার জানান, ঢাকায় থাকা তাঁর ছেলের কোনো আর্থিক লেনদেন সম্পর্কে তিনি অবগত ছিলেন না।
“আমাকে অসহায় ভেবেই গরু দুটি নিয়ে গেছে। ছেলের বিরুদ্ধে পাওনা দেখিয়ে আমার সম্পদ নিয়ে যাওয়ার কোনো ন্যায্যতা নেই,” বলেন তিনি।
জলিল প্যাদা এ ঘটনায় গরু নেওয়ার সত্যতা স্বীকার করলেও কোনো প্রমাণ বা কাগজপত্র বৈঠকে উপস্থাপন করতে পারেননি বলে জানিয়েছেন ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান ফোরকান। তিনি বলেন, “পাওনার কথা বললেও কোনো ডকুমেন্ট দেখাতে পারেনি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা বলেছি।”
এ ব্যাপারে দুমকি থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন বলেন, এখনও কোনো অভিযোগ পাইনি, অভিযোগ পেলে সে অনুযায়ী আইনী পদক্ষেপ নেওয়া হবে।
এ ঘটনায় এলাকায় হতচকিত সাধারণ মানুষ। কৃষকের গরু ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘিরে স্থানীয়দের মাঝে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।’


