বরিশাল
বরিশালে ইয়াবাসহ চিহ্নিত নারী মাদক কারবারি যুথি আটক
নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীর ভাটারখাল এলাকা থেকে ১৪৭ পিস ইয়াবাসহ চিহ্নিত নারী মাদক কারবারি মায়া আক্তার যুথিকে (২২) আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শনিবার (১৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তাকে আটক করা হয়।
আটক মায়া আক্তার যুথি নগরীর ভাটারখাল এলাকার মো. মুন্না ফরাজীর স্ত্রী। যুথি ও তার স্বামী মুন্না ফরাজীর বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। তারা এলাকায় দীর্ঘদিন ধরে একটি সক্রিয় মাদকচক্র পরিচালনা করে আসছিল বলে অভিযোগ স্থানীয়দের।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর ভাটারখাল এলাকার একটি ঘরে অভিযান চালিয়ে যুথিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৪৭ পিস ইয়াবাসহ উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বরিশাল জেলা কার্যালয়ের উপপরিচালক মো: তানভীর হোসেন খান জানান, ইয়াবাসহ আটক নারী মাদক কারবারি যুথিকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এমন অভিযান অব্যহতথাকবে। যারা সমাজকে নষ্ট করছে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।”



