জাতীয়
একদিনে সর্বোচ্চ ১ হাজার ৮৭৩ করোনা রোগী শনাক্ত, মৃত্যু ২০ জনের
রিপোর্ট দেশ জনপদ।। বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৮৭৩ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে বলে দেশটির স্বাস্থ্য বিভাগ জানিয়েছে। এই সময়ে মৃত্যু হয়েছে ২০ জনের। এর ফলে বাংলাদেশে মোট কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন ৩২, ০৭৮ জন। সব মিলিয়ে বাংলাদেশে এই রোগে ৪৫২ জন মারা গেলেন।স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা নিয়মিত ব্রিফিংয়ে জানান, ১০ হাজার ৮৩৪ নমুনা পরীক্ষা করে এই রোগী শনাক্ত করা হয়। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৯৬ জন এবং মোট সুস্থ হয়েছেন ৬ হাজার ৪৭৬ জন।