পাথরঘাটা
বরগুনায় বিলুপ্তপ্রায় বাইম মাছের হঠাৎ আগমন, ২ লাখ টাকায় বিক্রি
বরগুনার পাথরঘাটায় বিএফডিসি মৎস্য ঘাটে বিলুপ্তপ্রায় বাইম মাছ বিক্রির উদ্দেশ্যে আনা হয় এফবি আল্লাহ ভরসা নামের ট্রলার। শনিবার (১৫ নভেম্বর) দুপুর ২টার দিকে মাছগুলো ঘাটে বিক্রি হতে দেখা যায়। এই ৯ মন বাইম মাছ মৎস্য পাইকার জাকির হোসেন ২৪ হাজার টাকা দরে ক্রয় করেন, যার মোট মূল্য দাঁড়ায় ২ লাখ ১৬ হাজার টাকা।
জানা গেছে, দশ দিন আগে বাচ্চু গাজির মালিকানাধীন এফবি আল্লাহ ভরসা ট্রলারটি গভীর সমুদ্রের উদ্দেশ্যে মাছ শিকারে যায়। সেখানে বরশি দিয়ে ১০ দিনের মধ্যে ৯ মন কালো বাইম মাছ ধরা পড়ে। ট্রলারের মাঝি বাবুল মিয়া বলেন, ৮ থেকে ১০ জন জেলেকে নিয়ে মাছ শিকার করতে গিয়েছিলেন। অন্যান্য মাছের তুলনায় বাইম মাছের দাম বেশি হওয়ায় তারা খুশি।
পাথরঘাটা বিএফডিসি ঘাটের পাইকার জাকির হোসেন মাছগুলো ক্রয় করেছেন। তার ম্যানেজার মো. রাসেল জানান, যদিও পাথরঘাটায় এই মাছের চাহিদা কম, তবে ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজারে এর চাহিদা অনেক। ক্রয়কৃত মাছগুলো এখান থেকে আরও বেশি দামে বিক্রি করতে পারার আশা প্রকাশ করা হয়েছে।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, একসময় বিএফডিসি ঘাটে বাইম মাছ অহরহ দেখা যেত এবং চাহিদাও বেশি ছিল। কিন্তু অসাধু ট্রলার মালিক, জেলে ও অবৈধ ট্রোলিং ট্রলার মাছের পোনা ধ্বংস করায় ধীরে ধীরে এই মাছ বিলুপ্তির পথে। শীতের শুরু থেকেই গভীর সমুদ্রে জেলেরা বাইম মাছ শিকার করে নিয়ে আসে।



