বরিশাল
বরিশালে নতুন ডিসি–বিভাগীয় কমিশনার
জাতীয় নির্বাচন ঘিরে ডিসি পর্যায়ে বড় রদবদল
নিজস্ব প্রতিবেদক॥ জাতীয় নির্বাচন সামনে রেখে জেলা প্রশাসক (ডিসি) পর্যায়ে ব্যাপক রদবদল করেছে অন্তর্বর্তী সরকার। গত বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করে ২৩ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগের ঘোষণা দেয়। এর মধ্যে কয়েকটি জেলায় বর্তমান ডিসিকে বদলি করা হয়েছে, আর বাকিগুলোতে নতুন কর্মকর্তাদের ডিসি হিসেবে পদায়ন করা হয়েছে।
সরকারি সূত্র জানায়, রদবদলের এই ধারাবাহিকতায় গত এক সপ্তাহে মোট ৫০টি জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হলো। নির্বাচনকে সামনে রেখে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালনকারী জেলা প্রশাসকদের পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় প্রশাসনিক এই পুনর্বিন্যাসকে বিশেষ তাৎপর্যপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
পদায়নকৃতদের মধ্যে ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট (এমআরটি)-এর সহকারী পরিচালক মো. খায়রুল আলম সুমনকে বরিশালের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বর্তমান প্রশাসনিক কাঠামোয় বরিশালের নির্বাচনী প্রস্তুতি ও মাঠ-পর্যায়ের বিভিন্ন দায়িত্ব তদারকি করবেন।
এদিকে পাঁচ দিন আগে ডিসি হিসেবে নিয়োগ পাওয়া দুই কর্মকর্তার নিয়োগ আদেশ বাতিল করেছে সরকার। একই সপ্তাহে এর আগেও এমন ঘটনা ঘটায় প্রশাসনিক অঙ্গনে আলোচনার সৃষ্টি হয়েছে। সরকারি কর্মকর্তারা জানান, নির্বাচনকে কেন্দ্র করে মাঠ প্রশাসনকে আরও গতিশীল, নিরপেক্ষ ও কার্যকর করতে এই দ্রুত রদবদল করা হচ্ছে।
ডিসি পর্যায়ের পাশাপাশি বিভাগীয় প্রশাসনেও পরিবর্তন এনেছে সরকার। নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ পেয়েছেন চার বিভাগে রাজশাহী, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ। ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মাহফুজুর রহমানকে বরিশালের নতুন বিভাগীয় কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। তিনি বিভাগের সার্বিক প্রশাসনিক কর্মকাণ্ড, বিশেষ করে নির্বাচন সংশ্লিষ্ট তদারকি ও সমন্বয়ের দায়িত্ব পালন করবেন।
প্রশাসনিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের আগে মাঠ প্রশাসনে সব ধরনের অনিশ্চয়তা দূর করতে এবং নীতি-নির্ধারণী পর্যায়ে গতিশীলতা আনতে এই বৃহৎ রদবদল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



