উজিরপুর
মায়ের সাথে অভিমান করে কলেজছাত্রীর আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক : বরিশাল জেলার উজিরপুরে এইচএসসির প্রথম বর্ষের ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। রোববার (২৬ অক্টোবর) রাতে উপজেলার বড়াকোঠা ইউনিয়নের চাউলাহার গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে- রোববার রাতে ওই গ্রামের সেলিম ডাকুয়ার মেয়ে নাদিরা আক্তার (১৭) শয়ন কক্ষের আড়ার কাঠের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। অনুসন্ধানে জানা যায়- নাদিরা আক্তারের তার মায়ের সাথে পারিবারিক বিষয় নিয়ে মনমালিন্য হয়।
এরপর মায়ের সাথে অভিমান করে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্যহত্যা করেছে। উজিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে রয়েছে। আত্মহত্যার রহস্য উদঘাটন করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছে উজিরপুর থানা পুলিশ।



