ভোলা
ভোলায় ধরা পড়ল ২০ কেজির বাঘাইড়
নিজস্ব প্রতিবেদক : ভোলার মেঘনা নদীতে জেলেদের জালে ২০ কেজি ৯০০ গ্রাম ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। মাছটি ঘাটে নিয়ে নিয়ে ডাকে সর্বোচ্চ দাম সাড়ে ২১ হাজার টাকায় কিনে নেন মো. ইমন নামের এক মৎস্য ব্যবসায়ী। রবিবার (২৬ অক্টোবর) সকালে ভোলার ইলিশা চডার মাথা মাছঘাটে মাছটি বিক্রি করা হয়। এর আগে একই দিন সকালে সদর উপজেলার ইলিশা ও রাজাপুর ইউনিয়নের মধ্যবর্তী মেঘনা নদীতে মাছটি জেলেদের জালে ধরা পড়ে।
স্থানীয়রা জানায়, ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষে স্থানীয় জেলে জাহাঙ্গীর মাঝি তার দুই ছেলেকে সঙ্গে নিয়ে রবিবার ভোরে মেঘনায় মাছ ধরতে যান। নদীতে জাল ফেলার পর তাদের জালে মাছটি ধরা পড়ে। পরে মাছটি স্থানীয় ইলিশা চডার মাথা মাছঘাটে বিক্রির জন্য নিয়ে এলে আড়তদার মো. ইমন ২১ হাজার ৫০০ টাকায় মাছটি কিনে নেন। আড়তদার মো. ইমন জানান, এত বড় সাইজের বাঘাইড় মাছ এর আগে তাদের ঘাটে আসেনি।
মাছটি জেলেরা আড়তে আনার পর ডাকে সর্বোচ্চ ২১ হাজার ৫০০ টাকায় তিনি কিনেছেন। মাছটি মাওয়া ঘাটে পাঠিয়ে ২৯ থেকে ৩০ হাজার বিক্রির আশা করছেন তিনি। ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন জানান, ২২ দিন নদীতে অভিযান থাকায় জেলেরা এত বড় বাঘাইড় পেয়েছেন। আগামীতেও জেলেরা বড় বড় মাছ পাবেন বলে আশা ব্যক্ত করেন তিনি।



