বরিশাল
বরিশালে দুই ভুয়া সাংবাদিকের রিমান্ড শুনানি সোমবার
নিজস্ব প্রতিবেদক : বরিশালে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি ঘটনায় আটক দুই সাংবাদিক পরিচয়দানকারীর রিমান্ড শুনানি সোমবার (২৭ অক্টোবর)। বরিশাল অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ রিমান্ড শুনানির দিন ধার্য করেছে। আদালতের বিচারক মোঃ হাবিবুর রহমান চৌধুরীর বরাবর চলতি মাসের ২২ অক্টোবর তদন্তকারী কর্মকর্তা বরিশাল কোতয়ালী মডেল থানার এসআই মো. নাসির হোসেন দুই আসামির বিরুদ্ধে আদালতে ৫ দিনের রিমান্ড আবেদন করেন।
মামলার আসামি হলেন মারুফ মুন্না (৩০) ও রাসেল সিকদার (৩৬)। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান। চলতি মাসের ২১ অক্টোবর দুপুরে বরিশাল মডেল স্কুল শিক্ষক একেএম মাজহারুল ইসলাম তৃষাণ কে জিম্মি করে পুনরায় চাঁদা নেয়ার সময় আটক হয় মুন্না ও রাসেল। অপসাংবাদিকতা প্রতিরোধে গঠিত অ্যাকশন কমিটি ঘটনাস্থলে গিয়ে পুলিশকে খবর দেয়। এ ঘটনায় বাদি হয়ে ঘটনার দিনই গভীর রাতে (২২ অক্টোবর) বরিশাল কোতোয়ালি থানার শিক্ষক একেএম মাজহারুল ইসলাম তৃষাণ বাদি হয়ে ১৮৬০ পেলান কোড এর ৩৮৫/৩৮৬ ধারায় একটি মামলা (নং- ৬৪/২৫) দায়ের করেন।
ওই স্কুলের একজন শিক্ষকের কাছ থেকে অভিযোগ পেয়ে বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ, বরিশাল ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাওসার হোসেনসহ গণমাধ্যমকর্মীরা ঘটনাস্থলে গিয়ে ওই দুই যুবককে চাঁদাবাজিকালে হাতেনাতে আটক করে থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। এদিকে, অপসাংবাদিকতা রোধে সম্প্রতি বরিশাল প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি, সাংবাদিক ইউনিয়নসহ মূল ধারার গণমাধ্যমকর্মীদের ১৫ সংগঠনের সমন্বয়ে অ্যাকশন কমিটি গঠন করা হয়। ইতঃপূর্বে এই কমিটি যৌথভাবে অপসাংবাদিকতার বিরুদ্ধে বিবৃতিও দিয়েছে।



