‘বি’ ক্যাটাগরিতে মোট ৭৬ জন ভোটার। তবে সেখানে ভোট দিয়েছেন মাত্র ৪৩ জন কাউন্সিলর। তাদের মধ্যে ৩৪ জন ই-ভোট দিয়েছেন এবং ৯ স্বশরীরে এসে ভোট দিয়ে গেছেন। অর্থাৎ ৩৩ জন ভোট দেননি। এদিকে ‘সি’ ক্যাটাগরিতে ৪৫ জনের মধ্যে ৪২ জন ভোট কাস্ট হয়েছে। ৫ ই-ভোট এবং ৩৭ জন স্বশরীরে ভোট দিয়েছেন। মাত্র একজন ভোট দিতে আসেননি।
রাজশাহী বিভাগে ৯টি ভোট থাকলেও সেখানে ভোট পড়েছে ৭টি। এর মধ্যে ৬ জন ই-ব্যালটে এবং একজন স্বশরীরে ভোট দিয়ে গেছেন। রংপুর বিভাগে ৯ ভোটের মধ্যে মাত্র ৫টি ভোট পড়েছে। যেখানে তিনটি ই-ব্যালটে এবং দুইজন স্বশরীরে ভোট দিয়েছেন। জানা গেছে, প্রাথমিক ফলাফলে ৩৫ ভোট পেয়ে ‘সি’ ক্যাটাগরি থেকে বিসিবির পরিচালক নির্বাচিত হয়েছেন খালেদ মাসুদ পাইলট।
প্রাথমিক ফলাফল
সভাপতি: আমিনুল ইসলাম বুলবুল
সহসভাপতি: নাজমুল আবেদিন ফাহিম
সহসভাপতি: ফারুক আহমেদ
ক্যাটাগরি- ১
ঢাকা বিভাগ— আমিনুল ইসলাম বুলবুল, নাজমুল আবেদিন ফাহিম,
চট্টগ্রাম বিভাগ— আহসান ইকবাল চৌধুরী, আসিফ আকবর,
খুলনা বিভাগ— আব্দুর রাজ্জাক, জুলফিকার আলী খান
রাজশাহী বিভাগ— মুখলেসুর রহমান খান
রংপুর বিভাগ— হাসানুজ্জামান
সিলেট বিভাগ— রাহাত সামস
বরিশাল বিভাগ— শাখাওয়াত হোসেন।
ক্যাটাগরি- ২
ইশতিয়াক সাদেক— ধানমন্ডি স্পোর্টস ক্লাব
আদনান রহমান দীপন— রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব
ফায়াজুর রহমান—উত্তরা ক্রিকেট ক্লাব
আবুল বাশার— প্রাইম দোলেশ্বর ক্রিকেট ক্লাব
আমজাদ হোসেন— ঢাকা স্পার্টান্স ক্রিকেট ক্লাব
শানিয়ান তানিম— ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব
মোখছেদুল কামাল— গোল্ডেন ঈগলস স্পোর্টিং ক্লাব
এম নাজমুল ইসলাম— ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমি
ফারুক আহমেদ— রেঞ্জার্স ক্রিকেট একাডেমি
মনজুর আলম— রেগুলার স্পোর্টিং ক্লাব
মেহরাব আলম চৌধুরী— যাত্রাবাড়ি ক্রীড়া চক্র
ইফতেখার রহমান মিঠু— ভাইকিংস ক্রিকেট একাডেমি
ক্যাটাগরি- ৩
খালেদ মাসুদ পাইলট
জাতীয় ক্রীড়া পরিষদ
এম ইসফাক আহসান, ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক