ঝালকাঠি
নলছিটিতে শতাধিক কুকুর-বিড়ালকে দেওয়া হলো জলাতঙ্কের টিকা
ঝালকাঠির নলছিটিতে শতাধিক কুকুর-বিড়ালকে বিনামূল্যে জলাতঙ্কের টিকা দেয়া হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০ টায় নলছিটি উপজেলা প্রানী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এ টিকা দেওয়া হয়।
এসময় নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা লাভলী ইয়াসমিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবু সালেহ মোঃ ইফাদ ইশতিয়াক,ভেটেরিনারি সার্জন ডাঃ সুব্রত সিকদার,উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ) মনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবু সালেহ মোঃ ইফাদ ইশতিয়াক বলেন,জলাতঙ্ক একটি প্রাণঘাতী মারাত্মক রোগ, যা প্রাণীদের দংশন বা আঁচড়ের মাধ্যমে ছড়াতে পারে। কুকুর-বিড়াল এসব প্রাণীর মাধ্যমে জলাতঙ্ক রোগ বেশি ছড়ায়।তাই জলাতঙ্ক প্রতিরোধের জন্য ভ্যাকসিন প্রদান করা হয়েছে।