আন্তর্জাতিক
গাজায় ইসরায়েলের বর্বরতা
হাসপাতালে এলো মরদেহ, চিকিৎসক দেখলেন শুয়ে আছে তার আপন ভাই
অন্যদিনের মতো গাজার আল-শিফা হাসপাতালের পরিচালক মোহাম্মেদ আবু সালমিয়া দায়িত্ব পালন করছিলেন। এরমধ্যে হাসপাতালে এলো দুটি মরদেহ। সেগুলো দেখতে গিয়ে দেখলেন চিরদিনের জন্য শুয়ে আছে তার আপন ভাই। সঙ্গে তার স্ত্রীর মরদেহও আছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) আল-শিফার পরিচালকের ভাইয়ের বাসা লক্ষ্য করে বর্বর হামলা চালায় দখলদার ইসরায়েল। এতে স্ত্রীসহ তিনি নিহত হন।
মোহাম্মেদ আবু সালমিয়া বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, “আমি আমার ভাই ও তার স্ত্রীর মরদেহ দেখে হতভম্ব হয়ে পড়ি। এ মুহূর্তে যে কোনো কিছু সম্ভব। এখন আপনি আপনার প্রিয়জনদের আহত অথবা নিহত অবস্থায় পাচ্ছেন। দখলদারদের অপরাধ অব্যাহত আছে এবং শহীদের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে।”
২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। এ যুদ্ধে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৬৫ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও দেড় লাখের বেশি মানুষ। নিহতদের মধ্যে ৮৫ শতাংশই বেসামরিক সাধারণ মানুষ। যারমধ্যে আবার নারী-শিশু বেশি।
সূত্র: এএফপি