বরিশাল
বরিশালে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ২
নিজস্ব প্রতিবেদক : বরিশালের বাবুগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কবির হোসেন হাওলাদার (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টায় এয়ারপোর্ট থানাধীন বরিশাল-ঢাকা মহাসড়কের গড়িয়ার পার এলাকার সিএনজি পাম্পের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পয়সারহাট থেকে ছেড়ে আসা বরিশালগামী শেফালী পরিবহনের একটি বাসের সঙ্গে বরিশাল থেকে আসা একটি ভাড়ায় চালিত মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা চালক ও দুই যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল সাড়ে ৪টার দিকে মোটরসাইকেল চালক মোঃ কবির হোসেন হাওলাদার মারা যান।
নিহত কবির হোসেন হাওলাদার নগরীর কাউনিয়া পুরানপাড়া এলাকার বাসিন্দা ও শুকুর হাওলাদারের ছেলে।
ঘটনাটি এলাকায় শোকের ছায়া ফেলেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দুর্ঘটনার বিষয়ে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।