বরিশাল
বরিশালে বাড়িতে মজুত করা হাতবোমা ও দেশি অস্ত্র উদ্ধার, দুই ভাই আটক
বরিশালের মুলাদী উপজেলার একটি বাড়ি থেকে হাতবোমা ও দেশি অস্ত্রসহ দুই ভাইকে আটক করেছে যৌথবাহিনী। শুক্রবার সকালে উপজেলার কাজিরচর ইউনিয়নের চরকমিশনার গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- ওই গ্রামের প্রয়াত আব্দুর রব হাওলাদারের ছেলে আব্বাস হাওলাদার ও বশির হাওলাদার।
পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার মীরগঞ্জ ফেরিঘাট এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে হাওলাদার বংশ ও সরদার বংশের মধ্যে পুরনো বিরোধ রয়েছে। এ ঘটনার জেরে ২০২৩ সালের ২৩ অগাস্ট আব্দুর রব হাওলাদারকে কুপিয়ে হত্যা করে সরদার বংশের লোকজন।
সেই সময় হত্যায় জড়িত সন্দেহে কামাল সরদার ও জামাল সরদারসহ সাতজনকে গ্রেপ্তার করে পুলিশ। কয়েকদিন আগে তারা জামিনে মুক্ত পেয়েছেন। আবার ফেরিঘাট এলাকার আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষ প্রস্তুতি নিচ্ছিলেন। এর মধ্যে এক পক্ষের বাড়িতে অস্ত্র মজুতের খবর পায় পুলিশ।
ওসি সফিকুল ইসলাম বলেন, সকালে সেনাবাহিনী ও পুলিশ আব্দুর রব হাওলাদারের বাড়িতে অভিযান চালায়। এ সময় একটি ঘর তল্লাশি করে আটটি বল্লম ও লেজা, ১৩টি হাতবোমা, বিভিন্ন দেশি অস্ত্র ও নগদ পাঁচ লাখ ৮০ হাজার ৫০০ জব্দ করা হয়। আটক করা হয় আব্বাস ও বশিরকে।
এ ঘটনায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে দুই ভাইয়ের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানান ওসি।