বরিশাল
ইউনিয়নকে মাদকমুক্ত করতে বিএনপি নেতার উদ্যোগ
বরিশালের সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নকে মাদকমুক্ত করতে বেশকিছু উদ্যোগ নিয়েছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজাদী হাসানাত ফিরোজের নেতৃত্বে স্থানীয়রা ঐক্যবদ্ধ হয়ে কয়েকদিন ধরে মাদকবিরোধী প্রচারণা চালিয়ে আসছিলেন। এবং মাদক ব্যবসা বন্ধ করতে ইউনিয়ন পরিষদ সম্মুখসহ আশপাশ এলাকাসমূহের বিক্রেতাদের বার্তা পৌছে দিয়েছিলেন। কিন্তু বিক্রেতারা এলাকাবাসীর এমন হুঁশিয়ারি গায়ে মাখেননি বরং আরও প্রকাশ্যে মাদক বিক্রি শুরু করে। এনিয়ে এলাকায় নানান কথা চালু থাকার মধ্যেই গতকাল বুধবার ইউনিয়নের পাচগাঁও বাজার থেকে মো. জসিম নামের ৩৫ বছর বয়সি এক যুবককে গাঁজাসহ আটক করে স্থানীয় জনতা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ১ নং রায়পাশা-কড়াপুর ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের পাচগাঁও বাজারের মৃত শহীদের ছেলে জসিমকে ৬০ পুড়িয়া গাঁজাসহ আটক করে স্থানীয় জনতা। এই বিষয়টি পরক্ষণে বিএনপি নেতা আজাদী হাসানাত ফিরোজকে অবহিত করা হলে তিনি ঘটনাস্থলে ছুটে যান। এবং মাদকবিক্রেতা যুবককে জনরোষ থেকে উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেন তিনি।
রায়পাশা-কড়াপুর ইউনিয়ন বিএনপি নেতা আজাদী হাসানাত ফিরোজ জানান, আওয়ামী লীগের শাসনামলে এলাকায় মাদকের ব্যাপক বিস্তার ঘটে। ইউনিয়ন আওয়ামী লীগ নেতাদের ছত্রছায়ায় একটি সিন্ডিকেট মাদক ব্যবসা চালিয়ে আসছিল। গত বছরের ৫ আগস্ট স্বৈরাচার সরকার পতনের পরে বিভিন্ন সময়ে তাদের অবৈধ মাদক ব্যবসা বন্ধ করতে বলা এবং মাদকবিরোধী প্রচারণা চালানো হয়। কিন্তু কেউ আলোর পথে আসেনি বরং উল্টো হেঁটে মাদক বাণিজ্য চালাতে থাকেন, তাদের মধ্যে একজন এই জসিম, যিনি পাচগাঁও বাজারে মাদকের বিষ ছড়াচ্ছিলেন।
ঘটনাস্থল সংশ্লিষ্ট বিমানবন্দর থানা পুলিশের এসআই তরিকুল ইসলাম জানান, গাঁজাসহ যুবক জসিমকে আটক করে স্থানীয়রা। খবর পেয়ে সেখানে গিয়ে তাকে মাদকসহ আটক করে নিয়ে আসা হয়েছে। পরবর্তীতে এই ঘটনায় একটি মামলার গ্রহণ করা হয়। পুলিশ কর্মকর্তার ভাষ্য, মাদকের বিরুদ্ধে একযোগে এলাকাবাসী সরব হয়ে ওঠার বিষয়টি ইতিবাচক ধারনা বহন করে, যা মাদকমুক্ত সমাজ গড়ার ইঙ্গিত দেয়।
বিএনপি নেতা আজাদী হাসানাত ফিরোজের নিজ ইউনিয়নকে মাদকমুক্ত করার এই সংকল্পকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সুশীলমহল।’


