কাউখালী
অপহরণের ৩ মাস পর স্কুলছাত্রী উদ্ধার
পিরোজপুরের কাউখালীতে অপহরণের তিন মাস পর এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে যৌথবাহিনী। একইসাথে অপহরণকারীকেও গ্রেফতার করা হয়। বুধবার (১৭ সেপ্টেম্বর) অপহরণকারী আবু মুসা শিকদারকে (২৩) আদালতে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে ওই ছাত্রীকে উদ্ধার করে র্যাব-১ ও বিমানবন্দর থানা পুলিশ।
জানা যায়, কাউখালীতে ১৩ বছরের স্কুলছাত্রীর সাথে টিকটকের মাধ্যমে পরিচয় হয় বরগুনা আমতলীর বগীরহাট এলাকার জালাল শিকদারের ছেলে টিকটকার মুসা আকনের সাথে। সেই সূত্র ধরে মুসা সিকদার কাউখালীতে এসে সপ্তম শ্রেণির ওই স্কুলছাত্রীকে স্কুলে যাওয়ার পথে প্রতিনিয়ত উত্ত্যক্ত করতো। একপর্যায়ে বিষয়টি ওই স্কুলছাত্রী তার পরিবারকে জানালে পরিবার টিকটকার আবু মুসাকে নিষেধ করেন। পরে মুসা তার পরিবারকে বিয়ের প্রস্তাব দিলে প্রাপ্ত বয়স না হওয়ায় তা প্রত্যাখ্যান করা হয়। পরবর্তী সময়ে ২ জুন কাউখালী শহরের বেইলি সেতু এলাকা থেকে ওই স্কুলছাত্রী স্কুলে যাওয়ার পথে মুসা ও তার লোকজন জোরপূর্বক তাকে তুলে নিয়ে যায়।
ঘটনায় তার মা কাউখালী থানায় অপহরণের মামলা করলে পুলিশ মোবাইল ট্রাকিং’র মাধ্যমে ১৬ সেপ্টেম্বর রাতে ঢাকা বিমানবন্দর থানা পুলিশ ও র্যাবের-১-এর সহায়তায় মুসাকে গ্রেফতার এবং তার বাসা থেকে স্কুলছাত্রীকে উদ্ধার করে। এ বিষয়ে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সোলায়মান জানান, কাউখালী থেকে স্কুলছাত্রী অপহরণ হওয়ায় আমরা বিভিন্ন তথ্যপ্রযুক্তির সহায়তায় এয়ারপোর্ট থানা এলাকা থেকে অপহরণকারী আবু মুসাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। আসামিকে বুধবার পিরোজপুর কোর্টে পাঠানো হয়েছে।