বরিশাল
৩ দফা দাবিতে চতুর্থ দিনের মত মহাসড়ক অবরোধ ববি শিক্ষার্থীদের
অবকাঠামোগত উন্নয়ন, আয়তন বৃদ্ধি এবং নিরাপদ পরিবহণ ব্যবস্থা নিশ্চিতের দাবিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে কোন সাড়া না পেয়ে চতুর্থ দিনের মত বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা।
বুধবার (২৭আগস্ট) বিকাল ৫ টায় থেকে ববির মূল গেটের সামনের মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে তারা । শিক্ষার্থীরা এ কর্মসূচিকে ‘দক্ষিণাঞ্চল ব্লকেড ‘নামে আখ্যায়িত করেছেন।এ সময় মহাসড়কের দুই প্রান্তে অসংখ্য যানবাহন আটকে জট দেখা দেওয়ায় ভোগান্তিতে পরে যাত্রীরা।
শিক্ষার্থীরা বলেন, গত রবিবার আমাদের তিনটি দাবি নিয়ে মহাসড়কে সংবাদ সন্মেলন করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেছিলাম আমাদের সাথে যদি যোগাযোগ না করা হয় তবে অনির্দিষ্ট সময়ের কালের জন্য মহাসড়ক অবরোধ করে দিব। দুঃখের বিষয় দুইদিন পার হয়ে গেলেও তারা আমাদের সাথে কোন যোগাযোগ করেনি।
আইন বিভাগের শিক্ষার্থী আব্দুর রহমান বলেন, চতুর্থ দিনের মত আমরা সড়ক অবরোধ করছি কারণ আমরা গত দুই দিন আগে আমাদের চলমান সংকট নিয়ে সংবাদ সন্মেলনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রতিনিধিদের প্রতি অহ্বান করে বলেছিলাম আমাদের সাথে বসুন আমাদের সংকটের কথা শুনুন কিন্তু তারা এখনো পর্যন্ত আমাদের সাথে যোগাযোগ করেনি। যার কারণে বাধ্য হচ্ছি বারবার সড়ক অবরোধ করতে।
একাউন্ট এন্ড ইনফরমেশন বিভাগের শিক্ষার্থী তাইজুল ইসলাম তাজ বলেন, আমলাতান্ত্রিক জটিলতা দূর করে দাবি না মানা পর্যন্ত রাজপথে আছি থাকবো।
তিন দফা দাবির যথেষ্ট কারণ দেখিয়ে শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ৭টি অনুষদে ২৫টি বিভাগের প্রায় ১০ হাজার শিক্ষার্থীদের পাঠদানের জন্য প্রয়োজন অন্তত ৭৫টি কক্ষ। কিন্তু আছে মাত্র ৩৬টি। কক্ষ সংকটের কারণে অনেক সময় খোলা মাঠে শিক্ষার্থীদের পাঠদান করানো হচ্ছে। শ্রেণিকক্ষ ও শিক্ষকসংকটের কারণে অধিকাংশ বিভাগে সেশনজট বাড়ছে। প্রয়োজনীয় অবকাঠামোও গড়ে ওঠেনি। নানা সংকটের মধ্যেই পড়াশোনা চালিয়ে নিতে হচ্ছে। আবাসন, পাঠদান কক্ষ, শিক্ষক, পরিবহণ ও গ্রন্থাগারে বইয়ের সংকট প্রকট। এর মধ্যে বেশি ভোগাচ্ছে পাঠদান কক্ষ সংকট। অবকাঠামোগত সংকটে শুধু শিক্ষার্থীদের নয়, প্রশাসনিক ও অ্যাকাডেমিক কার্যক্রমও চরমভাবে ব্যাহত হচ্ছে। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে ফিটনেসবিহীন গাড়িতে যাতায়াত করতে হচ্ছে শিক্ষার্থীদের।
এদিকে প্রতিদিন মহাসড়ক অবরোধের কারণে বিপাকে পড়তে হচ্ছে সাধারণ যাত্রীদের। ঘন্টার পর ঘন্টা গরমে রাস্তায় বসে থাকতে হচ্ছে। পটুয়াখালীর মানিক মিয়া বলেন, ঢাকা থেকে ফেরার পথে অবরোধে আটকে চরম দুর্ভোগে পরেছি। এমনিভাবে সড়ক আটকে আন্দোলন না করার আহ্বান জানান তিনি।
বরিশাল মহানগর পুলিশের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশ মোতায়েন করা আছে।