বরিশাল
বরিশালে চাকরি দেয়ার নামে গৃহবধূকে অনৈতিক কাজে বাধ্য, দম্পতিসহ ৩ জনের কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক : বরিশালে বিউটি পার্লারে চাকরি দেওয়ার কথা বলে বাসায় আটকে রেখে এক গৃহবধূকে অনৈতিক কাজে বাধ্য করার দায়ে দম্পতিসহ তিনজনকে আট বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি ৭০ হাজার টাকা জরিমানা করা হয়; যা অনাদায়ে তাদের আরও ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
মঙ্গলবার বরিশালের মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সোহেল আহমেদ এক আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানান আদালতের বেঞ্চ সহকারী তুহিন মোল্লা।
দণ্ডপ্রাপ্তরা হলেন- পটুয়াখালী পৌরসভার টাউন জৈনকাঠি এলাকার বাসিন্দা মোহাম্মদ আলী রানা (৩৫), তার স্ত্রী শাহানারা বেগম জেসমিন (৪০) এবং পিরোজপুরের টোনা গ্রামের বাসিন্দা আকাশ রহমান (৪৮)।
রায় ঘোষণার সময় জেসমিন ও আকাশ পলাতক ছিলেন। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।
মামলার বরাতে বেঞ্চ সহকারী তুহিন বলেন, বরিশাল নগরের বাসিন্দা ওই গৃহবধূ চাকরির সন্ধানে রানা ও জেসমিন দম্পতির কাছে যান। তাদের বিউটি পার্লারে চাকরি দেওয়ার কথা বলে নগরের শ্রীনাথ চ্যাটার্জি লেনের বাসায় ওই গৃহবধূকে ডেকে নেওয়া হয়। সেখানে তাকে জিম্মি করে অনৈতিক কাজে বাধ্য করা হয়।
তিনি বলেন, ২০২০ সালের ২৮ সেপ্টেম্বর শ্রীনাথ চ্যাটার্জি লেনের আফতাব ম্যানসনের নিচতলায় ওই দম্পতি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ। সেই সময় ওই গৃহবধূসহ আরও দুই তরুণীকে উদ্ধার ও দম্পতিকে আটক করে পুলিশ।
ঘটনায় পরদিন ওই গৃহবধূ চারজনকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন বলে জানান বেঞ্চ সহকারী তুহিন।
২০২১ সালের ৭ জানুয়ারি তৎকালীন মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই মো. মহিউদ্দিন আহমেদ ওই তিনজনকে আসামি করে আদালতে অভিযোপত্র প্রদান করেন বলে জানান তিনি।
সাক্ষ্য গ্রহণ শেষে তিন আসামিকে দুটি ধারায় আট বছর কারাদণ্ডের পাশাপাশি ৭০ হাজার টাকা জরিমানা করা হয়; যা অনাদায়ে তাদের আরও ছয় মাস করে বিনাশ্রম কারাবাসে থাকতে হবে বলে জানান তুহিন মোল্লা।