উজিরপুর
সাতলায় বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ঢেউটিন ও খাদ্য সহায়তা প্রদান
বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলায় বিদ্যুৎ শর্টসার্কিট হয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ ও খাদ্য সহায়তা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা।
সোমবার (১১ আগষ্ট) বিকেল ৪ টায় উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজার নির্দেশে উপজেলা পরিষদের সম্মুখে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ২ বান্ডেল ঢেউটিন ও বিভিন্ন ধরনের খাদ্য সহায়তা ও কম্বল বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোশাররফ হোসাইন, সাংবাদিকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগন।
উল্লেখ্য- ৭ আগষ্ট বিকেলে সাতলা গ্রামের ধলুর বাড়ির উকিল হাওলাদারের বসত ঘরে ভয়াবহ অগ্নিকান্ড সংঘটিত হয়। এতে ঘরসহ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায় এবং প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষতি হয়। তখন প্রতিবেশীর বাড়িতে গিয়েছিলেন ঘরের মালিক রাশিদা বেগম। এরপর বাড়িতে ফিরে এসে রাশিদা বেগম আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে ডাকচিৎকার করলে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। ততক্ষনে বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া ঘরে থাকা এলপিজি গ্যাসের স্যালেন্ডার বিস্ফোরিত হয়ে রাশিদা বেগম আঘাত প্রাপ্ত হয় এবং ৩ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়।
এদিকে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোশাররফ হোসাইনের এ মহোতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।