আমতলি
বরগুনায় হাসপাতালে স্ত্রীর মরদেহ রেখে পালালেন স্বামী
বরগুনার আমতলী উপজেলায় স্ত্রী সাজেদা বেগমের (৫৫) মরদেহ হাসপাতালে রেখে স্বামী তৈয়ব হোসেনের পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করেছে।
জানা যায়, পাষণ্ড স্বামীর অমানসিক নির্যাতনে নিহত হয়েছেন সাজেদা বেগম। রোববাব (২০ জুলাই) উপজেলার চাওড়া ইউনিয়নে পাতাকাটা গ্রামের বাড়িতে এ ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান জগলুল হাসান।
স্থানীয়রা জানান, বরগুনার আমতলী উপজেলার চাওড়া পাতাকাটা গ্রামে স্বামী-স্ত্রী তৈয়ব হোসেন ও সাজেদা বেগম নিজ বাড়িতে দীর্ঘবছর ধরে একসঙ্গে বসবাস করতেন। পারিবারিক কলেহের জেরে তৈয়ব হোসেন ও সাজেদার মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। প্রায় সময় স্ত্রীকে অমানসিক নির্যাতন করতেন তৈয়ব। ঘটনার দিন পাষণ্ড স্বামীর অমানসিক নির্যাতনে মুগুরের আঘাতে নিহত হয়েছেন সাজেদা বেগম।
হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার রাতে এক নারীকে অজ্ঞান অবস্থায় হাসপাতালে রেখে পালিয়ে যান এক ব্যক্তি। পরে নিহত সাজেদার মেয়ে হাসপাতালে গেলে কর্তব্যরত ডাক্তার প্রাথমিক পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন এবং বিষয়টি আমতলী থানায় পুলিশকে অবহিত করেন।
এদিকে খবর পেয়ে আমতলী থানা পুলিশ হাসপাতালে গিয়ে লাশ উদ্ধার ও সুরতহাল রিপোর্ট তৈরি করে। পরে আইনানুগ ব্যবস্থার উদ্যোগ নেয়। আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দেওয়ান জগলুল হাসান বলেন, ঘাতক স্বামী তৈয়ব হোসেনকে গ্রেপ্তার করতে পুলিশ অভিযান শুরু করেছে। লাশ ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। এ-সংক্রান্ত থানায় হত্যা মামলা রুজু করা হবে।