আমতলি
আমতলীতে পিকআপের চাপায় প্রাণ গেল সেলসম্যানের
বরগুনার আমতলীতে গ্যাসের সিলিন্ডার বহনকারী পিকআপের চাপায় মোটর সাইকেল চালক সান কোম্পানীর সেলসম্যান হিমাদ্রী কুন্ডু নিহত হয়েছে। রবিবার দুপুরে আমতলী-পটুয়াখালী মহাসড়কের চুনাখালী সেতুতে এ ঘটনা ঘটে।
নিহত হিমাদ্রী কুন্ডুর বাড়ী নওগা জেলার নওগা সদর উপজেলার পাড় নওগা গ্রামের অভিজিৎ কুন্ডু ছেলে।
জানা গেছে, সান কোম্পানীর সেলসম্যান হিমাদ্রী কুন্ডু পটুয়াখালী থেকে আমতলী যাচ্ছিল। পথিমধ্যে চুনাখালী সেতুতে একটি মাহেন্দ্রকে ওভারটেক করতে গিয়ে মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুতেই পড়ে যায়। এ সময় পটুয়াখালীগামী গ্যাসের সিলিন্ডার বহনকারী পিকআপ মোটর সাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সান কোম্পানীর সেলসম্যান হিমাদ্রী কুন্ডু মারা যায়। খবর পেয়ে আমতলী ফায়ার সার্ভিসের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ওই হাসপাতালের চিকিৎসক ডাঃ লুনা বিনতে হক তাকে মৃত্যু ঘোষনা করেছেন।
প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, মোটর সাইকেলটি একটি মাহেন্দ্র গাড়ীকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর ওপর পড়ে যায়। ওই সময়ে পটুয়াখালীগামী একটি গ্যাসের সিলিন্ডার বহনকারী পিকআপ পড়ে যাওয়া মোটর সাইকেল চালককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটর সাইকেল চালক নিহত হন।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ লুনা বিনতে হক বলেন, মোটর সাইকেল চালককে হাসপাতালে আনার পুর্বেই মারা গেছেন।
আমতলী থানার ওসি মোঃ আরিফুল ইসলাম আরিফ বলেন, নিহতের মরদেহ হাসপাতাল থেকে উদ্ধার করে থানায় রাখা হয়েছে। তার স্বজনরা আসলে তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।