উজিরপুর
উজিরপুরে মাদক সেবনে বাঁধা দেওয়ায় প্রবাসীর বাড়িতে হামলা
বরিশাল জেলার উজিরপুরে মাদক সেবনে বাঁধা দেওয়ায় প্রবাসীর বাড়িতে হামলা চালিয়ে লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করেছে মাদকসেবী সন্ত্রাসীরা বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
বুধবার (২ জুলাই) সকাল ১০ টার দিকে উপজেলার সাতলা ইউনিয়নের রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার সুত্রে জানা যায়- উপজেলার সাতলা ইউনিয়নের রাজাপুর ৫নং ওয়ার্ডের মোবারক হাওলাদার ও তার স্ত্রী কমেরুন বেগম সেবনে বাঁধা দেওয়ায় বুধবার সকাল ১০ টার দিকে একই গ্রামের নিরু বিশ্বাস, ধিরেন বিশ্বাস, তুষার বিশ্বাস, অসিম বিশ্বাস, জোতিন বিশ্বাসসহ অজ্ঞাত ১৫/২০ জন মিলে পরিকল্পিত ভাবে মোবারক হাওলাদারের বসতবাড়ির গেট ভাংচুর করে বাড়ির ভিতরে প্রবেশ করে সুপারি, কলা, খেজুর, পেপেসহ বিভিন্ন প্রজাতির ফলজ গাছ কেটে তছনছ করে লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করেছে এবং বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দেয় ওই মাদকসেবি সন্ত্রাসীরা।
এ ঘটনায় মোবারক হাওলাদারের স্ত্রী কমেরুন বেগম সাংবাদিকদের জানান- আমার এক ছেলে রাজিব হাওলাদার মালয়েশিয়ায় থাকে। আমার স্বামী স্টোকের রোগী। এছাড়া আমার ৩ মেয়েকে নিয়ে দীর্ঘদিন ধরে বসবাস করছি। আমাদের বাড়িতে কোন পুরুষ না থাকায় আমাদের সরলতার সুযোগ নিয়ে প্রায়ই আমাদের বসতবাড়ির সামনে মাদকের আসর বসায় তারা। তাদের বাঁধা দেওয়ায় কয়েক দিন ধরে আমাদেরকে এলাকা ছাড়া করাসহ বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিলো। এরই প্রেক্ষিতে বুধবার সকালে আমাদের বসতবাড়ির গেট ভেঙে বাড়িতে প্রবেশ করে সুপারি, খেজুর, পেপেসহ বিভিন্ন প্রজাতির শতাধিক ফলজ চাড়া গাছ কেটে তছনছ করে লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করেছে ওই মাদকসেবি সন্ত্রাসীরা। এছাড়া ওই মাদকসেবী সন্ত্রাসীদের হুমকির মুখে পরিবারের সকল সদস্যদের নিয়ে আতঙ্কে রয়েছি।
অভিযুক্তরা বিষয়টি এড়িয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় অভিযোগ দায়ের করা হয়নি, তবে প্রস্তুতি চলছে।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান- অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
এদিকে ওই হামলাকারী, মাদকসেবী, সন্ত্রাসীদের অচিরেই গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী পরিবার।