ঝালকাঠি
ঝালকাঠিতে বিসিক উদ্যোক্তা মেলার অর্থ আত্মসাৎ, উপ-ব্যবস্থাপক নাসিরকে উকিল নোটিশ
ঝালকাঠিতে বিসিক উদ্যোক্তা মেলায় নানা অনিয়ম ও ডেকরেটর ঠিকাদারের বিল দুইলাখ সাতাশ হাজার টাকা উত্তোলন করে আত্মসাতের অভিযোগ উঠেছে উপ ব্যবস্থাপক আলী আজগর নাসিরের বিরুদ্ধে। ১০ দিনব্যাপী মেলা অনুষ্ঠানের পর ঠিকাদার শাপলা ডেকরেটর মালিক বিল আনতে গেলে উপ ব্যবস্থাপক নানা রকম তালবাহানা ও হুমকি-দমকি প্রদান করে তাড়িয়ে দিয়েছে বলে লিখিত অভিযোগ করা হয়েছে। নিরুপায় হয়ে ডেকরেটরের মালিক কার্যাদেশের শর্ত অনুযায়ী আগামী ৭ দিনের মধ্যে বিলের চেক প্রদানের জন্য বিসিক উপ-ব্যবস্থাপক আলী আজগর নাসিরকে উকিল নোটিশ প্রদান করেছে বলে সংশ্লিষ্ট আইনজীবী জানিয়েছে।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, ১৫মে থেকে ২৪মে ঝালকাঠিতে বিসিক উদ্যোক্তা মেলার জন্য উপ ব্যবস্থাপক ও মেলা আয়োজন কমিটির সদস্য সচিব আলী আজগর নাসির গত ৮মে সর্বনিন্ম দরদাতা হিসাবে শাপলা ডেকরেটরকে দুইলাখ তেরাশি হাজার নয়শ টাকার কার্যাদেশ প্রদান করেন। মেলা শেষে ডেকরেটর মালিক একেএম বেলায়েত হোসেন কার্যাদেশের শর্ত অনুযায়ী বিলের চেক গ্রহনের জন্য কার্যালয়ে গেলে বিসিক উপ-ব্যবস্থাপক নাসির চেক প্রদানে গড়িমসি করতে থাকেন। ইতিমধ্যে বিসিকে কর্মরত মেলা আয়োজন কিমিটির কতিপয় সদস্য ডেকরেটর বিল গত ১৯মে অগ্রনী ব্যাংক ঝালকাঠি শাখা থেকে উপ-ব্যবস্থাপক নাসির নিজে ভ্যাট-ট্যাক্স বাদ দিয়ে দুইলাখ সাতাশ হাজার একশ বিশটাকা উত্তোলন করে নিয়েছে বলে ডেকরেটর মালিককে জানায়।
এদিকে গত বৃহস্পতিবার প্রেরীত উকিল নোটিশে উপ ব্যবস্থাপক ও মেলা আয়োজন কমিটির সদস্য সচিব আলী আজগর নাসিরকে শাপলা ডেকরেটর মালিক আগামী ৭দিনের মধ্যে চেক প্রদানের দাবী করে অন্যথায় আইনের আশ্রয় নেবেন বলে উল্লেখ করে।
এ বিষয়ে বিসিক হিসাবরক্ষক এনামুল হক জানায়, ডেকরেটর বিলের চেকে তার স্বাক্ষর করার পর উপ-ব্যবস্থাপক আলী আজগর নাসিরের কাছে রেখেছেন এবং ১৯ মে তাকে নিয়ে ডিসি অফিসে যাওয়ার কথা বলে অগ্রণী ব্যাংকে গেছেন। অফিস প্রদান হিসাবে তিনি তাকে সাথে নিয়ে আসলেও তিনি এবিষয়ে কিছুই জানেন না।
এ ব্যাপারে ঝালকাঠি বিসিকের উপ-ব্যবস্থাপক আলী আজগর নাসিরের কাছে জানতে চাইলে তিনি কোন সদুত্তোর দিতে পারেনি। তবে তিনি কোন প্রকার আর্থিক অনিয়মের সাথে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেন।