বরিশাল
বরিশাল নগরীতে পুলিশ ব্যবসায়ীর সংঘর্ষ
নিজস্ব প্রতিবেদক।। বরিশাল নগরীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পুলিশ ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।বিকাশে টাকা পাঠাতে দেরী হওয়ায় দোকানদারকে মারধর করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের এক সার্জেন্ট। ঘটনার প্রতিবাদ করায় দোকানীর ভাগ্নেসহ প্রতিবেশী অপর দুই ব্যবসায়ীকে দোকানের সাটার আটকে মারধর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। অপরদিকে দায়িত্বরত পুলিশ সদস্যকে মারধর করে জামা ছিড়ে ফেলার অভিযোগ করা হয়েছে। আজ বুধবার ১৩ মে নগরীর সাগরদি এলাকার শের-ই বাংলা সড়কের মীরা বাড়ির সামনে সৈয়দ ফার্মেসীতে এই ঘটনা ঘটে। ঘটনার সূত্রে জানা যায়, সৈয়দ ফার্মেসীতে লিটন মিয়ার দোকানে ৫ হাজার টাকা বিকাশ করতে যায় সার্জেন্ট হাসান আহমেদ। কিন্তু দোকানদার টাকা আগে চাইলে এ নিয়ে তর্ক-বিতর্ক বাধে দোকানদারের সাথে। পরে টাকা পাঠাতে দেরি হওয়ায় রেগে গিয়ে এক পর্যায়ে দোকানদার লিটনকে চর থাপ্পর দেয় সার্জেন্ট হাসান। প্রতিবেশী দোকানদাররা এর প্রতিবাদ করে এবং সার্জেন্ট হাসানকেও সবাই মিলে টানা হেচড়া করে পোশাক ছিড়ে ফেলে।এতে তিনি আরো ক্ষুব্দ হয়ে সহকর্মী পুলিশ সদস্যদের খবর দেয়। ঘটনাস্থলে অন্য পুলিশ সদস্যরা উপস্থিত হয়ে দোকানদার লিটনসহ অন্যান্য প্রতিবেশী দোকানদারদের মারধর করে। পুলিশ সদস্যদের হামলায় ভাই ভাই স্টোর্সের মামুন, হাসান পার্সের মালিক সামাদ, লিটনের ভাগিনা শাকিল ও এক বৃদ্ধ আহত হন। পরবর্তীতে এ ঘটনা পুলিশের টিআই আব্দুর রহিম এবং ২৪নং ওয়ার্ড এলাকার স্থানীয় কয়েকজনের মাধ্যমে মিমাংসা হয়। মিমাংসা হওয়ার পরেও উল্টো মামলার হুমকি দেয়া হয়েছে বলে জানান সালিশদাররা। এ ব্যাপারে মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান জানান, ডিসি ট্রাফিককে তদন্ত করতে বলা হয়েছে। রিপোর্ট পেলে ব্যবস্থা নেয়া হবে।