বরিশাল
চরমোনাইতে জমির বিরোধে একই পরিবারের তিন নারীকে মারধর
নিজস্ব প্রতিবেদক : বরিশাল সদর উপজেলার চরমোনাইতে জমি সক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একই পরিবারের তিনজনকে মারধর করে গুরুত্বর জখম করার অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার দুপুরে চরমোনাই ইউনিয়নের ৬নং ওয়ার্ডে উওর রাজারচর এলাকায় ঘটনাটি ঘটেছে।
আহতরা হলেন- চরমোনাই ইউনিয়নের উওর রাজারচর এলাকার আম-আলি সিকদারের মেয়ে কুলসুম আক্তার ও তার নাতি মিম এবং একই বাড়ির সেকান্দার সিকদারের স্ত্রী মনোয়ারা বেগম।
হামলাকারীরা হলেন- আহম্মদ আলী সিকদারের ছেলে মিরাজ (৩৫), তার বড়ো ভাই রিয়াজ(৪০) ও মিরাজের ভাগিনা মিজান(২৩) সহ অঙ্গাত ৬-৭ জন।
এবিষয়ে আহতের স্বজন সেকান্দার আলী সিকদার বলেন, নিজেদের পৈত্রিক সম্পত্তি ভোগ দখলে থাকা এবং জমিতে মামলা থাকা সত্ত্বেও মিরাজ ও তার পরিবারের লোক নকল রেকর্ড করে জমি দখল করে ঘর নির্মাণের চেষ্টা চালায়। এতে বাঁঁধা দিলে আমাদের উপর অতর্কিত হামলা করেন অভিযুক্তরা। এতে আমাদের তিনজন গুরুতর জখম হয়েছে। এখন তারা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
আমরা স্থানীয় মেম্বারকে জানিয়েছি, প্রশাসনের কাছে এর একটা সুষ্ঠু নিরপেক্ষ বিচারের দাবি জানাচ্ছি। যাতে আমাদের সম্পত্তি যাতে ফিরে পেতে পারি।
এ বিষয়ে কোতয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন- বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।