বরিশাল
বরিশালে সড়ক দুর্ঘটনায় পঙ্গু ইজিবাইক চালক, মানবিক সাহায্যের আবেদন
নিজস্ব প্রতিবেদক : মোঃ সিরাজ হোসেন। ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। গত ডিসেম্বরের শেষের দিকে ইজিবাইক চালিয়ে যাত্রী নিয়ে যাচ্ছিলেন। তখন একটি কুকুর রাস্তা পার হচ্ছিল। হর্ন দেওয়া সত্ত্বেও সরেনি। এতে গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় যাত্রী নিয়ে পড়ে যান সিরাজ। দুর্ঘটনায় পাকস্থলি ব্লাস্ট হয় ও দুই পা ভেঙে যায়। দুর্ঘটনার পর জরুরি অস্ত্রোপচারসহ এখন পর্যন্ত ব্যয় হয়েছে ১০ লাখ টাকার বেশি। তার পক্ষে এখন আর চিকিৎসা খরচ যোগানো সম্ভব নয়। এছাড়াও তিনি স্ত্রী-সন্তানসহ পরিবারের সদস্যদের নিয়ে মানবেতর জীবন-যাপন করছেন।
সিরাজ বরিশাল নগরীর কাউনিয়ার বাসু মিয়ার গলির বাসিন্দা আবুল হোসেনের ছেলে। তিনি বলেন, ইজিবাইক দুর্ঘটনায় পাকস্থলি ব্লাস্ট হয় ও পা ভেঙে যায়। হাঁটতে পারি না। কাজ করতে পারছি না। ঋণের টাকায় চিকিৎসা করাতে হচ্ছে। চিকিৎসক জানিয়েছেন, সুস্থ হতে অনেক সময় লাগবে। ততদিন চিকিৎসা ব্যয় মেটাতে পারব কি না সেটি নিয়ে সন্দিহান। এদিকে চিকিৎসা নিতে ঢাকায় গেলে বাড়িতে চোর ঢুকে মালামাল চুরি করে নিয়ে যায়।
পঙ্গু সিরাজ কান্না জড়িত কন্ঠে বলেন, পাকস্থলি ব্লাস্ট ও ভাঙ্গা পা নিয়ে সবসময় শুয়ে বসে থাকতে হয়। কি খাব আর কি দিয়ে পায়ের চিকিৎসা করাবো তা বুঝতে পারছি না। সমাজের বিত্তবানসহ সরকারের যথাযথ কর্তৃপক্ষের কাছে সাহায্যের হাত বাড়িয়েছি। আমার মোবাইল নাম্বার- ০১৯১৯-৬৯৪৮৪৬ (নগদ ও বিকাশ একাউন্ট) এ সাহায্য করার অনুরোধ করছি।
নাসির ও জাফরসহ অন্যান্য প্রতিবেশিরা জানান, ইজিবাইক চালিয়ে সিরাজের ৪ সদস্যের পরিবার ভালোই চলতো। কিন্তু মর্মান্তিক সড়ক দুর্ঘটনা সিরাজের জীবন এলোমেলো হয়ে গেছে। আমরা আমাদের সাধ্যমত সহযোগীতা করেছি। সমাজের বিত্তবানগন তার পাশে দাঁড়ালে পরিবারটা বেঁচে যেতো।