বরিশাল
বরিশালে ঝগড়া থামাতে গিয়ে হামলার শিকার যুবক, টাকা ও মোবাইল ছিনতাই
নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীতে দুই মুরুব্বির ঝগড়া থামাতে গিয়ে হামলার শিকার হয়েছেন মোঃ ইমরান হোসেন (২৫) নামের এক যুবক। এ সময় হামলাকরীরা তার সাথে থাকা ২৩ হাজার ৪০০ টাকা ও আইফোন-১১ মডেলের একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং হাতে থাকা ঘড়ি ছিনিয়ে নেয়ার চেষ্টাকালে ভেঙে ফেলেন। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার রাতে কোতয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন ইমরান।
এরআগে বুধবার (৩০ এপ্রিল) রাত ৯ টার দিকে নগরীর নতুন বাজার সংলগ্ন মরকখোলার পুল এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ইমরান হোসেন নগরীর বাজার রোড এলাকার আকবর হোসেনের ছেলে। অভিযুক্তরা হলেন- ওই এলাকার ফুটপাতে কাপড় বিক্রেতা দুলাল (৪৮) ও একই এলাকার দর্জী আলম (৬০)।
অভিযোগ সূত্রে জানা যায়- গত বুধবার (৩০ এপ্রিল) রাত ৯ টার দিকে নগরীর নতুন বাজার সংলগ্ন মরকখোলার পুল এলাকা দিয়ে বাসায় যাচ্ছিলেন ইমরান। তখন ওখানকার মসজিদের নিচে ওই এলাকার দর্জী আলমের সাথে এক মুরুব্বির মধ্যে কথা কাটাকাটি চলছিল। এ সময় আলম তাকে এলোপাথারি চর-থাপ্পড় মারতে ছিল। ইমরান তা দেখে তাদের ছাড়িয়ে দেয়ার চেষ্টা করছিলেন। এ সময় আলমের নির্দেশে দৌড়ে এসে পাশের ফুটপাতে কাপড় বিক্রেতা দুলাল ইমরানকে কিল-ঘুষি মারতে শুরু করে। ইমরান কিছু বুঝে ওঠার আগেই দুলাল ক্ষিপ্ত হয়ে একটা লোহার বাটখাড়া দিয়ে ইমরানের মাথায়, নাক-মুখে ও দাঁতে আঘাত করে। এতে ইমরানের শরীরের বিভিন্ন স্থানে রক্তক্ষরণ হয় এবং একটি দাঁত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এ সময় দুলাল তার কাছে থাকা ২৩ হাজার ৪০০ টাকা ও আইফোন-১১ মডেলের একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং হাতে থাকা ঘড়ি ছিনিয়ে নেয়ার চেষ্টাকালে ভেঙে ফেলেন। পরে ইমরানেরে ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে দুলাল ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তখন স্থানীয়রা তাকে উদ্ধার কের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
আহত ইমরান অভিযোগ করে বলেন- আমি ওখান থেকে যাওয়ার সময় তাদের ঝগড়া থামানোর চেষ্টা করি। এতে তারা ক্ষিপ্ত হয়ে আমার উপর হামলা চালিয়ে আমাকে রক্তাক্ত করেছে। আমি এর বিচার চাই।
এ বিষয়ে কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন- অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’