পটুয়াখালী
মির্জাগঞ্জে দা দিয়ে নিজ গলা কেটে বৃদ্ধার আত্মহত্যা
পটুয়াখালীর মির্জাগঞ্জের কাকড়াবুনিয়ায় মহব্বত আলী (৮০) নামের এক ব্যক্তি দা’ দিয়ে নিজ গলা কেটে আত্মহত্যা করেছেন। মহব্বত আলী উপজেলার কাকড়াবুনিয়া গ্রামের মৃত আলেপ হাওলাদারের পুত্র এবং সোনাপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক মোঃ ফারুক আলম ও কৃষক জাকির হাওলাদারের পিতা। জাকির হোসেনের ছেলে বুলবুল কাকড়াবুনিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের গ্রাম পুলিশ।
জানা যায়,বুধবার (৩০ এপ্রিল) বেলা ১২টার দিকে মহব্বত আলীর কনিষ্ঠ পুত্র জাকির হোসেনের বসত ঘরে বসে ধারালো দা’ দিয়ে নিজের গলায় নিজে কোপ দেয়। স্থানীয়রা জখম ও রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে প্রেরণ করেন। বরিশালের উদ্দেশ্যে নেওয়ার পথে পথিমধ্যে বরিশাল বিদ্যালয়ের সামনে পৌঁছলে তাঁর মৃত্যু হয়।
স্থানীয় আশ্রাব হাওলাদার বলেন, মহব্বত আলী আগে ভালো ছিলেন এবং সিংবাড়ি বাজার মসজিদের মুয়াজ্জিন ছিলেন। দুই তিনমাস যাবত মানসিক রোগে ভুগতে ছিলেন। গত দুই দিন আগে সন্ধ্যার পর তাকে পাওয়া না গেলে অনেক খোঁজাখুঁজির পর রাতে ফসলি জমির মাঠে পাওয়া যায়। অনেক সময় তিনি উলঙ্গ হয়ে ঘোরাফেরা করেন।
বড় ছেলে ফারুক মাস্টার বলেন, আমার বাবা ৫ থেকে ৬ মাস যাবত মানসিক সমস্যায় ভুগতেছেন। তাকে ঢাকায় এবং বরিশালে বিভিন্ন মানসিক ডাক্তারকে দেখানো হয়েছে। অনেক সময় ভালো থাকে এবং অনেক সময় অসুস্থ হয়ে পড়েন। দুই দিন আগ থেকে খুবই অসুস্থ ছিলেন। মির্জাগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামীম হাওলাদার জানান, অপমৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাই। লাশের আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।