বরিশাল
নগরীতে ঘুড়ি উড়ানেকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৪
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল নগরীর কালুশাহ সড়কের রিফুজি কলোনিতে ঘুড়ি উড়ানেকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় চারজন আহত হয়েছে। স্থানীয়দের সহযোগিতায় আহতের উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে দুজনের পরিস্থিতি আশঙ্কাজনক বলে জানা গেছে। সূত্রে জানা গেছে, রিফুজি কলোনীর বাসিন্দা হাসানের ঘুড়ির সুতা ছিড়ে গিয়ে অপর বাসিন্দা সালমার ঘরের চালের উপর গিয়ে পড়ে। ঘুড়িটি সংগ্রহ করতে হাসান তার বন্ধুদের নিয়ে সালমাদের ঘরের চালের উপর উঠে। টিনের চালে না উঠার জন্য সালমা ও স্বামী রফিক নিষেধ করে। কিন্তু হাসান ও তার বন্ধুরা তাদের কথা না শুনে গালাগালি করতে থাকে। সালমার স্বামী রফিক প্রতিবাদ করলে বখাটে হাসান ও তার বন্ধুরা তাদের উপর হামলা চালায়। হামলায় রফিকের মাথা ফেঁটে গুরুতর জখম হয়। প্রতিবেশী সেলিম ও মিন্টু তাদের রক্ষা করতে এগিয়ে আসলে তাদেরও পিটিয়ে রক্তাক্ত করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। তবে হামলাকারীদের কাউকে আটক করা সম্ভব হয়নি।