বরিশাল
বরিশালে ভাইয়ের কবর ভাঙতে বাধা দেয়ায় বোনের পা ভেঙে দিলো প্রতিপক্ষ
নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীতে জমির বিরোধের জেরে বড় ভাইয়ের কবর ভাঙতে বাধা দেওয়ায় এক নারীকে পেটানোর অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে নগরীর জোড় মসজিদ সংলগ্ন গাউয়ারসর এলাকায় এ ঘটনা ঘটে।
এ সময় আহত ওই নারীকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহত ওই নারীর নাম আয়েশা আক্তার। তিনি গাউয়ারসর এলাকার মোঃ আব্দুল খালেক খানের মেয়ে।
হাসপাতালের অর্থোপেডিক্স ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আয়েশা আক্তার বলেন, আমার বড় ভাই মোঃ জামাল প্রায় দেড় বছর আগে মারা গেছেন। পূর্ব শত্রুতা ও জমিজমা বিরোধের জের ধরে আমার ভাইয়ের কবর জোরপূর্বক সরিয়ে নেওয়ার চেষ্টা চালায় প্রতিপক্ষ। বৃহস্পতিবার দুপুরের দিকে আমার ভাই জামালের কবরের চারদিকে ঘিরে থাকা নেট অর্থাৎ জাল ছিঁড়ে ফেলে দেয় একই বাড়ির মোসলেম খানের ছেলে হাসান। আমি এসবের প্রতিবাদ করলে হাসান তার হাতে থাকা লোহার রড দিয়ে প্রথমে আমার মাথায় আঘাত করে। এ সময় আঘাত ঠেকাতে গিয়ে আমার ডান হাতে জখম হয়। একপর্যায়ে আমি মাটিতে লুটিয়ে পড়লে লোহার রড দিয়ে পিটিয়ে আমার বাম পা ভেঙে ফেলে হাসান। পরে
হাসানের সঙ্গে থাকা তার মা ফাতেমা বেগম ও রিমা আক্তার আমার চুলের মুঠি ধরে বুকের ওপর লাথি মারতে থাকে। আমি নিষেধ করলেও ওরা শুনেনি।
তিনি আরও বলেন, কবর ভাঙতে বাধা দেওয়ায় আমার বিধবা ভাবী মরিয়মকেও বিবস্ত্র করে পিটিয়েছে প্রতিপক্ষ।
এদিকে বিধবা মরিয়ম বেগম বলেন, জমিজমা নিয়ে আমরা প্রতিপক্ষের বিরুদ্ধে পূর্বে একটি মামলা দায়ের করি। ওই মামলা উচ্চ আদালতে চলমান রয়েছে। যার মামলা নং ৩৯২০। ওই মামলা তুলে নিতে হুমকি ধামকি দেয় হাসান ও তার পরিবার। সবকিছু মিলিয়েই এ হামলা চালায় প্রতিপক্ষ।
এদিকে হামলার পর থেকে হাসানের পরিবার গা ঢাকা দিয়েছে। যেকারণে তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে কাউনিয়া থানার ওসি নাজমুল নিশাত বলেন, ওই নারীর ওপর হামলার ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।