বরগুনা
বরগুনায় ভরণপোষণ চাওয়ায় মায়ের মাথা ফাটিয়ে দিল ছেলে
নিজস্ব প্রতিবেদক : বরগুনায় ভরণপোষণ চাওয়ায় বৃদ্ধ বাবা-মাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে মায়ের মাথা ফাটিয়ে দিয়েছে ছেলে। পরে এ ঘটনার বিচার চেয়ে ভুক্তভোগী বাবা দুলাল মীর থানায় ছেলে মো. সিদ্দিক মীরের (৩০) নামে একটি অভিযোগ জানালে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
বুধবার (১৬ এপ্রিল) দুপুর ২টার দিকে বরগুনা সদর উপজেলার ক্রোক নামক এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী দুলাল মীরের বয়স ৬৭ বছর হওয়ায় তার আয় রোজগারের শারীরিক সক্ষমতা নেই। ফলে স্ত্রী কহিনুর বেগমকে নিয়ে ছেলে সিদ্দিক মীরের ওপর নির্ভরশীল হতে হয়েছে তাদের।
তবে বৃদ্ধ বাবা-মাকে কোনো প্রকার ভরণপোষণ না দিয়ে প্রায় সময়ই তাদেরকে শারীরিকভাবে লাঞ্ছিত করতেন সিদ্দিক। পরে একই কারণে ছেলের সঙ্গে তাদের বাগবিতণ্ডা হলে, একপর্যায়ে বাবা-মাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে ঘরের আসবাবপত্র ভাঙচুর করে ছেলে সিদ্দিক মীর।
এছাড়া মায়ের মাথায় আঘাত করে মাথা ফাটিয়ে গুরুতর আহত করে বাবা-মায়ের জামা কাপড় ঘরের বাইরে বের করে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। পরে কোনো উপায় না পেয়ে ভুক্তভোগী দুলাল মীর আহত স্ত্রীকে নিয়ে বরগুনা সদর থানায় উপস্থিত হলে ঘটনাস্থলে পৌঁছে সিদ্দিক মীরকে গ্রেপ্তার করে পুলিশ।
বরগুনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, বৃদ্ধ দুলাল মীর স্ত্রীকে নিয়ে থানায় এসে ছেলের বিরুদ্ধে ভরণপোষণ না দিয়ে মারধর করার অভিযোগ জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়ায় অভিযুক্ত ছেলে সিদ্দিক মীরকে গ্রেপ্তার করে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করতে সিদ্দিকের বিরুদ্ধে পিতা-মাতা ভরণপোষণ আইনে একটি মামলা দায়েরের পর তাকে আদালতে সোপর্দ করা হবে।