বরিশাল
বরিশালে বৃদ্ধকে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন
নিজস্ব প্রতিবেদক : জমি নিয়ে বিরোধের জেরে বরিশালের বাকেরগঞ্জে হাবিবুর রহমান নামে ৬০ বছরের এক বৃদ্ধকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১৬ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার মহেশপুর বাজারে কৃষি ব্যাংকের সামনে এই হামলার ঘটনা ঘটে। ইতোমধ্যে খুঁটির সঙ্গে বেঁধে বৃদ্ধকে নির্যাতনের কয়েকটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
নির্যাতনের শিকার হাবিবুর রহমান নিয়ামতি ইউনিয়নের রুপারজোর গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ইউনিয়নের কৃষক লীগের সভাপতি রুস্তম হাওলাদারের ছেলে আমান হাওলাদার, মেয়ে কাজল বেগম, বাবুল মোল্লা ও বাহাদুর মোল্লা হামলার এ ঘটনা ঘটায়।
বুধবার (১৬ এপ্রিল) রাতে খুঁটির সঙ্গে বেঁধে বৃদ্ধকে নির্যাতনের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কয়েকজন যুবক জোর করে বৃদ্ধ হাবিবুর রহমানকে পিঠমোড়া করে বেঁধে রাখেছে। হলুদ থ্রি-পিস পরিহিত এক নারী বৃদ্ধর দুই পায়ে একটি লাঠি দিয়ে পিঠাচ্ছেন।
এই ঘটনায় ভুক্তভোগী হাবিবুর রহমান গাজী বুধবার রাতেই বাকেরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বাকেরগঞ্জ থানার ওসি সফিকুল ইসলাম বলেন, আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে।