বরিশাল
বানারীপাড়ায় আওয়ামী লীগ নেতা সালাম মোল্লা আটক
বরিশালের বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের করপাড়া গ্রামের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আঃ সালাম মোল্লাকে প্রতিপক্ষরা আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। বৃহস্পতিবার ( ১৭ এপ্রিল) সকালে আওয়ামী লীগ নেতা সালাম মোল্লাকে বানারীপাড়া বন্দরের মাছ বাজারে দেখতে পেয়ে তার এলাকার প্রতিপক্ষের লোকজন আটক করে থানা পুলিশকে খবর দেয়।
এসময় তাকে মারধরেরও অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে বানারীপাড়া থানায় নিয়ে যায়। থানায় তার বিরুদ্ধে কোন মামলা না থাকায় দুপুরে ১৫১ ধারায় তাকে বরিশাল জেলহাজতে পাঠানো হয়।
এ প্রসঙ্গে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোস্তফা বলেন, আওয়ামী লীগ নেতা সালাম মোল্লাকে বানারীপাড়া পৌর শহরের মাছ বাজারে লোকজন আটক করে থানা পুলিশকে খবর দেয়। তাকে সেখান থেকে থানায় এনে ১৫১ ধারায় বরিশাল আদালতে পাঠানো হয়েছে।