কাউখালী
পিরোজপুরে নদীতে গোসল করতে নেমে ব্যবসায়ী নিখোঁজ
পিরোজপুরের কাউখালীর চিরাপাড়া নদীতে গোসল করতে নেমে মো. মজিবর রহমান (৬৫) নামে এক ওষুধ ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন।
সোমবার ( ১৭ মার্চ) বেলা ১২টার দিকে উপজেলার আসপদ্দি গ্রামের চিরাপাড়া নদীতে এই ঘটনা ঘটে। নিখোঁজ মজিবর রহমান মৃত আবুল হোসেনের ছেলে।
খবর পেয়ে কাউখালী, বরিশাল ও নেছারাবাদের ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
পরিবার ও প্রতিবেশীরা জানান, সোমবার বেলা ১২টার দিকে নিজ বাসার সামনের চিরাপাড়া নদীতে প্রতিদিনের মতন গোসল করতে গিয়ে নিখোঁজ হন মজিবর রহমান। ধারণা করা হচ্ছে নদীতে প্রবল স্রোতের পানিতে ডুবে গেছেন। এসময় স্থানীয়রা নদীতে নেমে অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাকে উদ্ধারের চেষ্টা চালায়।
কাউখালী ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত অফিসার মো. খলিলুর রহমান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালাই। ইতোমধ্যেই বরিশাল, নেছারাবাদের ডুবুরি দল এসে উদ্ধার অভিযান চালাচ্ছেন।