উজিরপুর
উজিরপুরে প্রধান শিক্ষক কর্তৃক মা-ছেলের উপর দফায় দফায় হা’ম’লা
বরিশাল জেলার উজিরপুর উপজেলার গড়িয়াগাভা গ্রামে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কর্তৃক জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হত্যার উদ্দেশ্যে কলেজ ছাত্র ও তার মায়ের উপর পরিকল্পিত দফায় দফায় হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
আহত সূত্রে জানা যায়- ১৩ মার্চ বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার বড়াকোঠা ইউনিয়নের গরিয়াগাভা গ্রামের সেলিম হাওলাদারের পুকুরের পাশে জমিতে ওই এলাকার অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক (প্রাথমিক বিদ্যালয়) মিজানুর রহমান হাওলাদার নেট জাল দিয়ে বেড়া দিয়ে দখলের পায়তারা চালায়। এ সময় সেলিম হাওলাদারের ছেলে কলেজছাত্র মোঃ রাহাত হাওলাদার প্রতিবাদ করলে তাকে মিজানুর রহমান ও তার স্ত্রী মিলে কুপিয়ে রক্তাক্ত জখম করে। এ ঘটনায় উজিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের করা হলেও একদিন পরেই পুনরায় মিজানুর রহমান হাওলাদার ও তার স্ত্রী মিলে কলেজছাত্র রাহাত হাওলাদারের মা মেরিনা বেগমকেও পিটিয়ে সংজ্ঞাহীন করে ফেলে। আহতকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উজিরপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত মা ও ছেলে সাংবাদিকদের জানান- আওয়ামী লীগের দোসর দাঙ্গাবাজ অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মিজানুর রহমান হাওলাদার ও তার স্ত্রী মিলে
আমাদের স্ব-পরিবারকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিত ভাবে দফায় দফায় কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করেছে।
অভিযুক্তদের বাড়িতে পাওয়া যায়নি।
এ ঘটনায় উজিরপুর মডেল থানার এসআই তারেক ঘটনাস্থল পরিদর্শন করেন। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান- হামলার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
এদিকে ওই হামলাকারীদের দ্রুত গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেছেন আহতের পরিবার ও এলাকাবাসী।