কলাপাড়া
রমজানে পর্যটকশূন্য কুয়াকাটা, বেকার দিন কাটাচ্ছে কয়েক হাজার মানুষ
রমজানে পর্যটকশূন্য হয়ে পরেছে কুয়াকাটা। এতে বেকার দিন কাটাচ্ছে এখানকার অন্তত ১৬ ধরনের পেশার কয়েক হাজার মানুষ।
সৈকতের সবগুলো পয়েন্ট ঘুরে দেখা যায়, পর্যটক শূন্য সৈকত। অথচ গত শুক্রবারও পর্যটকে টইটম্বুর ছিল এ সৈকত। জনমানুষ না থাকায় সৈকতে থাকা ছাতা, বেঞ্চ গুছিয়ে রেখেছেন ব্যবসায়ীরা। ব্যবসায়ীরাও তাদের স্টলগুলো বন্ধ রেখেছেন। কিছু দোকানি সকালে দোকান খুলে বসলেও সন্ধ্যার আগে বন্ধ করে চলে যান।
পর্যটন কেন্দ্রের অন্যতম গুরুত্বপূর্ণ হোটেল ব্যবসায়ীরা পাচ্ছেন না একটি রুম বুকিং দেওয়ার মত মানুষ। তবে তাদের আশা রমজানের প্রথম দিকে পর্যটক না পেলেও শেষের দিকে কিছু পর্যটক পেতে পারে।
কুয়াকাটা সৈকতের ফটোগ্রাফার আবদুর রহিম জানান, মার্চ মাসে আমরা ভরপুর পর্যটন পেয়ে থাকি তবে রমজান শুরু হওয়ায় সেগুলো বন্ধ হয়ে গেছ। আমরা ক্যামেরা নিয়ে সৈকতে নামি কিন্তু কোনো লোক নাই। সারাদিন একশো টাকাও ইনকাম নেই।
সৈকতের আচার দোকানি নাসির উদ্দিন জানান, রমজানের শুরুটা পর্যটক শূন্য হলেও ১০ রমজানের পরে পর্যটকের আগমন ঘটবে এমনটা মনে হচ্ছে। বর্তমানে পর্যটক নেই তাই অনেক দোকান বন্ধ।
ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) প্রেসিডেন্ট রুমান ইমতিয়াজ তুষার বলেন, রমজান মাসের প্রথম দিকে পর্যটক তুলনামূলক কম থাকে। এটি প্রতি বছর হয়। তবে আমরা ১০-১৫ রমজানে কিছু বুকিং পেয়েছি। ঈদে লম্বা বন্ধ থাকায় অগ্রিম ভালো একটা বুকিং পাওয়ার আসা করছি।
ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের পরিদর্শক কাজী শাখাওয়াত হোসেন তপু জানান, কুয়াকাটায় পর্যটক নেই কিন্তু আমাদের টহল টিম এখনও সৈকতে দায়িত্ব পালন করছেন।