কাউখালী
পিরোজপুরে আ.লীগ নেতা মাসুদ গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক : পিরোজপুরের কাউখালীতে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা কাজী মাসুদ ইকবালকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি।
বৃহস্পতিবার (৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বাশুরী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। কাউখালী থানার ওসি মো. সোলায়মান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃত কাজী মাসুদ ইকবাল উপজেলা সদর ইউনিয়নের বাশুরী গ্রামের মৃত্যু কাজী শহিদুল ইসলামের ছেলে। তিনি উপজেলা আ.লীগের সহসভাপতি ও সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি।
কাউখালী থানার ওসি মো. সোলায়মান বলেন, কাউখালী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি কাজী মাসুদ ইকবালকে নাশকতার মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তাকে পিরোজপুরে আদালতে পাঠানো হয়েছে।