বরিশাল
বরিশালে যুবদল নেতা হত্যায় এক মা ও ছেলে গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক : বরিশাল মহানগর ৩নং ওয়ার্ড যুবদলের যুগ্ম আহবায়ক মো. সুরুজ গাজী হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি বিশ্বস্ত সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
আজ বুধবার (৫ মার্চ) বিকেল ৪টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশের একটি বিশেষ টিম এই অভিযান চালিয়ে বরিশাল নগরীর কাশীপুর এলাকা থেকে কনা ও গৌরনদী থেকে তার ছেলে অনিককে গ্রেপ্তার করে।
প্রসঙ্গত, গত রোববার (২ মার্চ) নগরীর কাউনিয়া হাউজিং সংলগ্ন শেরেবাংলা নগর মাধ্যমিক বিদ্যালয় এলাকায় সুরুজ গাজীকে কুপিয়ে হত্যা করা হয়। অভিযোগ রয়েছে, শাহীনের নেতৃত্বে তার ছেলে ইমনসহ কয়েকজন মিলে ধারালো অস্ত্র দিয়ে তাকে নির্মমভাবে হত্যা করে।
হত্যাকাণ্ডের পর নিহতের পরিবার ও রাজনৈতিক সহকর্মীরা দ্রুত অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানায়। পুলিশ দ্রুত তদন্ত শুরু করে এবং অভিযুক্তদের শনাক্ত করে। আজকের অভিযানে তাদের দুজনকে গ্রেপ্তার করা হলেও হত্যাকাণ্ডে জড়িত অন্যান্যদের ধরতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারীদের ধরতে আরও অভিযান পরিচালনা করা হবে। এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। নিহত সুরুজ গাজীর পরিবার তার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।