উজিরপুর
বরিশালে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, ১ লক্ষ ৪০ হাজার টাকায় রফাদফা
বরিশাল জেলার উজিরপুর উপজেলার শোলকে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের ঘটনা ১ লক্ষ ৪০ হাজার টাকা রফাদফা করা হয়েছে। এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।
স্থানীয় মোড়লরা ধর্ষণের ঘটনা শালিশি মিমাংসার নামে কিশোরীর একাউন্টে ১ লক্ষ টাকা জমা দিয়ে বাকি ৪০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সূত্রে জানা যায়- উপজেলার পশ্চিম শোলক গ্রামের আবুল সরদারের ছেলে এক সন্তানের জনক লম্পট পলাশ সরদার(৩০) একই এলাকার হতদরিদ্র ১৪ বছর বয়সী বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে কিছু দিন পূর্বে পানের বরজে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে জনতার রোষানলে পড়ে ধর্ষক পলাশ। এরপর বিষয়টি এলাকায় চাউর হলে ঘটনা ধামাচাপা দেয়ার জন্য মরিয়া হয়ে ওঠে স্থানীয় একটি প্রভাবশালী মহল। গত সপ্তাহে শালিশ বৈঠকে ধর্ষকের ১ লক্ষ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এরমধ্যে ধর্ষিতার ডাচ বাংলা একাউন্টে ১ লক্ষ টাকা জমা হয়েছে এবং ৪০ হাজার টাকা শালিশগনরা হাতিয়ে নিয়ে ঘটনা ধামাচাপা দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কিশোরীর দাদা সত্যতা স্বীকার করেন এবং বাকী ৪০ হাজার টাকা ফেরত পাওয়ার দাবি জানান। অভিযুক্ত পলাশ সরদারকে বাড়িতে পাওয়া যায়নি।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান- বিষয়টি জানা নেই, তবে খতিয়ে দেখা হবে।