বরিশাল
কাজ বাগিয়ে নিতে প্রকৌশলীকে বিএনপি নেতাকর্মীদের চাপ
বরিশাল গণপূর্ত অধিদপ্তরের কাজ বাগিয়ে নিতে নির্বাহী প্রকৌশলীকে চাপ প্রয়োগের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল গণপূর্ত অফিসের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে এ ঘটনা ঘটে।
নির্বাহী প্রকৌশলী ফয়সাল আলম অভিযোগ করে বলেন, আওয়ামী লীগেরও কয়েকজন নেতাকর্মীকে সঙ্গে নিয়ে সেসময় লাঞ্ছনা এবং হুমকি দেওয়া হয়েছে।
নির্বাহী প্রকৌশলী আরও বলেন, গণপূর্ত অধিদপ্তরের অধীনে ৫টি মডেল মসজিদ, দুর্নীতি দমন কমিশনের ভবন এবং আনসার ভবনের জন্য ২ জানুয়ারি টেন্ডার দেয় গণপূর্ত বিভাগ। ২৩ জানুয়ারি তা উন্মুক্ত হয়। কিন্তু এতে সবাই সমান দরদাতা নির্ধারণ করায় নিয়মানুযায়ী কাগজপত্র এবং কাজ করার যোগ্যতা দেখে প্রক্রিয়া অনুসরণের সিদ্ধান্ত হয়। কিন্তু তা না মেনে মসজিদের কাজ গোপালগঞ্জের সৌরভ এন্টারপ্রাইজকে দেওয়ার জন্য সাবেক মহানগর যুবদলের সভাপতি রফিকুল ইসলাম শাহীন, আব্দুর রহিম, আওয়ামী লীগ নেতা রিপনসহ কয়েকজন চাপ প্রয়োগ করেন। এতে অসম্মতি জানালে তারা অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে তার দিকে তেড়ে আসেন এবং হুমকি দেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, তাদের সিদ্ধান্ত অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে ঘটনাস্থলে উপস্থিত থাকা কেন্দ্রীয় যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মাসুদ হাসান মামুন বলেন, আওয়ামী লীগের লোকজন এসে এখনো ঝামেলা করে, এমন খবর শুনে তিনি এসেছেন। তবে বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনিয়ম করলে কেন্দ্র তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে।
এ ব্যাপারে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, সরকারি কাজে বাধা দেওয়া আইনগত দণ্ডনীয় অপরাধ। যদি এ বিষয়ে গণপূর্ত বিভাগ থেকে অভিযোগ আসে তাহলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।